কোনও জোটেই নেই বিএসপি, একাই লড়ার বার্তা দিলেন মায়াবতী

মায়াবতী জানিয়েছেন, “কোনও গোষ্ঠীই দলিত এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা ভাবে না।”
বিএসপি সুপ্রীমো মায়াবতী
বিএসপি সুপ্রীমো মায়াবতীফাইল ছবি সংগৃহীত
Published on

কোনও জোটে নয়, আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বে মায়াবতীর বিএসপি বা বহুজন সমাজবাদী পার্টি। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনগুলিতেও একক দক্ষতায় লড়াই করার কথা জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং সদ্য গঠিত কংগ্রেসের নেতৃত্বাধীন ‘I-N-D-I-A’ জোটের সমালোচনা করে মায়াবতী জানিয়েছেন, “কোনও গোষ্ঠীই দলিত এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা ভাবে না।”

আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলি একত্রিত হয়েছে। কংগ্রেস-সহ মোট ২৬টি দলের সুপ্রিমোরা একে-অপরের হাত ধরেছেন। তৈরি হয়েছে নয়া বিরোধী জোট I-N-D-I-A বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। অন্যদিকে, বিজেপিও তাদের এনডিএ জোটের ফলায় ধার দিচ্ছে। মঙ্গলবার দিল্লিতে মোট ৩৭টি দলের উপস্থিতিতে জোট বৈঠক সেরেছে গেরুয়া শিবির। মায়াবতীর দল বিএসপি এখনও পর্যন্ত কোনও জোটের সঙ্গী হয়নি। তাই বিএসপি নেত্রী কোনদিকে যান, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

বুধবার সেই প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলল। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে মায়াবতীর দল জানিয়ে দিয়েছে, তারা কোনও জোটের সঙ্গী হবেন না। NDA ও I-N-D-I-A দুই জোটের থেকেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আসন্ন লোকসভা নির্বাচন একাই লড়তে চায়। এছাড়া, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতেও কোন দলের সঙ্গে জোট বাঁধবে না তারা। বসপার স্পষ্ট বক্তব্য, “শাসকদলের নেতৃত্বাধীন NDA জোট এবং সদ্য গঠিত INDIA জোটের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।”

বিএসপি সুপ্রিমো মায়াবতীর কথায়, “এই দুটি জোটই দরিদ্র মানুষের কথা ভাবে না। কংগ্রেস যদি তাদের জাতিবাদী ও পুঁজিবাদী মানসিকতা থেকে দূরে থাকত, ওরা যদি দরিদ্র, নিপীড়িত মানুষের জন্য কাজ করত, যদি বি আর আম্বেদকরের কথা শুনত তাহলে তো বিএসপি তৈরিরই প্রয়োজন পড়ত না।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in