BJP প্রার্থীকে দেখে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' ধ্বনি ব্যবসায়ীর, খোয়ালেন ৩৬ হাজার টাকা!

People's Reporter: শুধু ওই ব্যবসায়ীই নন, সেই সময় টাকা এবং মোবাইল খুইয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে বিজেপি নেতার পাশাপাশি কয়েক জন সাংবাদিকও রয়েছেন। চুরির প্রায় ১২টি অভিযোগ জমা পড়েছে থানায়।
BJP প্রার্থীকে দেখে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' ধ্বনি ব্যবসায়ীর, খোয়ালেন ৩৬ হাজার টাকা!
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

বিজেপি প্রার্থীর রোড শোতে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' আওয়াজ তুলেছিলেন এক ব্যবসায়ী। তারপরই পকেটে হাত দিতে টের পেলেন সেখানে থাকা ৩৬ হাজার টাকা উধাও হয়ে গেছে। পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। শুধু তিনিই নন, এক বিজেপি নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলেও জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার, উত্তরপ্রদেশের মীরাটে। বিজেপি প্রার্থী অরুণ গোভিল নিজের নির্বাচনী প্রচার করছিলেন। তিনি নিজের খ্যাতি অর্জন করেছিলেন রামায়ণ টিভি সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে। তাঁর সাথে রোড শোতে ছিলেন দীপিকা চিখলিয়া (সিরিয়ালে সীতা চরিত্রে অভিনয় করেছিলেন) এবং সুনীল লহরী (লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছিলেন)। একসাথে তিন তারকাকে দেখার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। পকেটে টাকা থাকা সত্ত্বেও ওই ভিড়ের মধ্যে 'রাম'কে দেখতে গিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী কুলভূষণ। তারপরই বিপদে পড়েন তিনি।

BJP প্রার্থীকে দেখে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' ধ্বনি ব্যবসায়ীর, খোয়ালেন ৩৬ হাজার টাকা!
Lok Sabha Polls 24: 'কোনো মোদী ঢেউ নেই' - দলীয় প্রার্থীর মন্তব্যে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

ব্যবসায়ী কুলভূষণ বলেন, আমি আমার দোকানেই বসে ছিলাম। অরুণ গোভিলের রোড শো দেখে দোকান থেকে বাইরে বেরিয়ে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' বলি। প্রচুর ভিড় ছিল। দোকানে ফিরে এসে দেখি আমার পকেট থেকে ৩৬ হাজার টাকা উধাও'।

শুধু ওই ব্যবসায়ীই নন, সেই সময় টাকা এবং মোবাইল খুইয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে বিজেপি নেতার পাশাপাশি কয়েক জন সাংবাদিকও রয়েছেন। চুরির প্রায় ১২টি অভিযোগ জমা পড়েছে থানায়।

অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চুরি যাওয়া বেশ কয়েকটি মোবাইলও উদ্ধার হয়েছে। ধৃতরা দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।

BJP প্রার্থীকে দেখে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' ধ্বনি ব্যবসায়ীর, খোয়ালেন ৩৬ হাজার টাকা!
Lok Sabha Polls 24: 'কড়া পদক্ষেপ নিন' - মোদীর 'সম্পদ বিলি' মন্তব্যের বিরুদ্ধে কমিশনকে চিঠি কংগ্রেসের
BJP প্রার্থীকে দেখে দু'হাত তুলে 'জয় শ্রী রাম' ধ্বনি ব্যবসায়ীর, খোয়ালেন ৩৬ হাজার টাকা!
Lok Sabha Polls 24: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in