দেশের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনেও পিছিয়ে পড়লো এনডিএ। শেষ পাওয়া খবর অনুসারে ১৩ আসনের মধ্যে মাত্র দুটিতে এগিয়ে এনডিএ শিবির। বাকি আসনগুলিতে এগিয়ে বিরোধীরা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে হিমাচল প্রদেশের দেহরা আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। তিনি বিজেপি প্রার্থী হোশিয়ার সিংকে ৯ হাজার ৩৯৯ ভোটে পরাস্ত করেছেন।
এই রাজ্যেরই হামিরপুর কেন্দ্রে নবম রাউন্ড গণনার শেষে বিজেপির আশিস শর্মা ২৭,০৪১ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ডঃ পুষ্পিন্দর ভারমা পেয়েছেন ২৫,৭৪০ ভোট।
রাজ্যের নালাগড় কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়া বিজেপি প্রার্থী কে এল ঠাকুরের থেকে ৬,৮৭২ ভোটে এগিয়ে রয়েছেন।
মধ্যপ্রদেশের অমরওয়ারা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ধীরন শাহ বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ সিং-এর চেয়ে ২,৮২৯ ভোটে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত এই কেন্দ্রে ২০ রাউন্ডের মধ্যে ১৬ রাউন্ড গণনা হয়েছে।
পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। তিনি বিজেপি প্রার্থী শীতল অঙ্গুরালকে ৩৭,৩২৫ ভোটে পরাজিত করেছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে আছেন।
বিহারের রুপাউলি কেন্দ্রে নির্দল প্রার্থী শঙ্কর সিং এগিয়ে আছেন ৫,০৬৯ ভোটে। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন জেডিইউ প্রার্থী এবং তৃতীয় স্থানে আরজেডি প্রার্থী।
তামিলনাড়ুর ভিক্রাভান্দি কেন্দ্রে ডিএমকে প্রার্থী ৩৯,৪৩৫ ভোটে এগিয়ে রয়েছেন।
উত্তরাখন্ডের বদ্রীনাথ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লাখপত সিং ভুটোলা ৩,৬৪২ ভোটে তাঁর নিকটতম বিজেপি প্রার্থী রাজেন্দ্র সিং ভান্ডারির থেকে এগিয়ে রয়েছেন।
রাজ্যের মাংলুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কাজী মহম্মদ নিজামুদ্দিন ৪২২ ভোটে তাঁর নিকটতম বিজেপি প্রার্থী কর্তার সিং ভান্ডানার চেয়ে এগিয়ে রয়েছেন।
পশ্চিমবঙ্গের চারটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। মাণিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। উপনির্বাচনের আগে চার কেন্দ্রের মধ্যে তিনটিতে বিজেপি বিধায়ক ছিল এবং একটিতে ছিল তৃণমূল বিধায়ক। উপনির্বাচনে বিজেপির কাছ থেকে তিনটি আসন ছিনিয়ে নিল তৃণমূল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন