রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই ছয় আসনে ভোটগ্রহণ। ফলাফল ঘোষিত হবে আগামী ২৩ নভেম্বর। যদিও নির্বাচন ঘোষিত হলেও এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি কোনও রাজনৈতিক দলই। আজ শুক্রবার বিকেলে উপনির্বাচন নিয়ে আলোচনায় বসতে চলেছে রাজ্য বামফ্রন্ট।
রাজ্যের যে ছটি আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে সিতাই, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া এবং তালডাংরায় গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। মাদারিহাট আসনে জয়ী হয়েছিল বিজেপি। যদিও এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভোটের ফলাফল কী হতে পারে তা এখনই বলা সম্ভব নয়।
ইতিমধ্যেই এই ছয় আসনের জন্য সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর ছয় সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে সিতাই ও মাদারিহাটের জন্য দায়িত্বে আছেন যথাক্রমে জীবেশ সরকার ও জিয়াউল আলম। নৈহাটি ও হাড়োয়ার জন্য যথাক্রমে শ্রীদীপ ভট্টাচার্য ও পলাশ দাস। মেদিনীপুর ও তালডাংরার জন্য সুজন চক্রবর্তী ও অমিয় পাত্র।
যদিও এই ৬ আসনের মধ্যে বামফ্রন্টগতভাবে তালডাংরা ও নৈহাটি ছাড়া আর কোনও আসনেই বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি সিপিআইএম। সিতাইতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। মাদারিহাটে আরএসপি। মেদিনীপুরে সিপিআই এবং হাড়োয়ায় আইএসএফ।
শেষ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট ছেড়ে আইএসএফ এককভাবে লড়াই করায় আসন্ন উপনির্বাচনেও তাদের আলাদা লড়াই করারই সম্ভাবনা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে তীব্র মমতা বিরোধী অধীর রঞ্জন চৌধুরী সরে যাবার পর বাম কংগ্রেস সমঝোতা হবে কিনা তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকেও এখনও পর্যন্ত উপনির্বাচন নিয়ে কিছুই জানানো হয়নি।
সিতাই - কোচবিহার
কোচবিহারের সিতাই কেন্দ্র ২০০৬ থেকে কংগ্রেসের দখলে থাকলেও ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। যিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কোচবিহার কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে ফের ভোটগ্রহণ হবে।
২০২১ বিধানসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ১,১৭,৯০৮ ভোট এবং বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছিলেন ১,০৭,৭৯৬ ভোট। এই কেন্দ্রের বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কংগ্রেস প্রার্থী ২০২১-এর নির্বাচনে পান ৩,৯৬৪ ভোট।
নৈহাটি - উত্তর ২৪ পরগণা
২০১১ সাল থেকেই নৈহাটি কেন্দ্র তৃণমূলের দখলে। ২০২১ সালে এই কেন্দ্র থেকে ৭৭,৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ৫৮,৮৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী ফাল্গুনি পাত্র। এই কেন্দ্রে সেবার সিপিআইএম প্রার্থী ইন্দ্রানী কুন্ডু মুখার্জি পান ১৫,৮২৫ ভোট। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে পার্থ ভৌমিক বারাকপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মেদিনীপুর - পশ্চিম মেদিনীপুর
দীর্ঘসময় বাম শরিক সিপিআই-এর দখলে থাকা মেদিনীপুর কেন্দ্র ২০১১ থেকে তৃণমূলের দখলে। ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ১,২১,১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তার নিকটতম বিজেপি প্রার্থী শমিত দাস পেয়েছিলেন ৯৬,৭৭৮ ভোট। সিপিআই প্রার্থী তরুণ ঘোষ সেবার পান ১২,৯৮৪ ভোট। পরবর্তী সময়ে জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন।
হাড়োয়া - উত্তর ২৪ পরগণা
২০২১ বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে ১,৩০,৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। বাম জোটের আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফতেহ ৪৯,৪২০ ভোট পেয়ে সেবার দ্বিতীয় স্থানে ছিলেন। বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা পান ৩৮,৫০৬ ভোট। শেষ লোকসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন। যদিও সম্প্রতি সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হওয়ায় বসিরহাট লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। যার তারিখ এখনও ঘোষিত হয়নি।
তালডাংরা - বাঁকুড়া
বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে ২০২১ সালে ৯২,০২৬ ভোট পেয়ে নির্বাচিত হন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী শ্যামল সরকার পেয়েছিলেন ৭৯,৬৪৯ ভোট এবং সিপিআইএম-এর মনোরঞ্জন পাত্র পেয়েছিলেন ২৩,১৮৯ ভোট। ২০২৪ লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন।
মাদারিহাট - আলিপুরদুয়ার
মাদারিহাট কেন্দ্র থেকে ২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিজেপির মনোজ টিগগা। তিনি পেয়েছিলেন ৯০,৭১৮ ভোট। তৃণমূলের রাজেশ লাকড়া ৬১,০৩৩ ভোট পেয়ে দ্বিতীয় হন এবং আরএসপি-র সুভাষ লোহার ৭,০৭২ ভোট পেয়ে তৃতীয় হন। মনোজ টিগগা লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন