বিজেপির দুই বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললো আদালত।
নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিজ্ঞাপনের ব্যবহার করে থাকে। তেমনই চলতি নির্বাচনে একাধিক বিজ্ঞাপন দিয়েছে বঙ্গ বিজেপি। যার মধ্যে দুটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে জানানোর পাশাপাশি বিজেপির বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টেও মামলা দায়ের করে তৃণমূল।
আদালতে তৃণমূল জানায়, বিজেপির একটি বিজ্ঞাপনে তৃণমূল কংগ্রেসকে 'দুর্নীতির মূল মানেই তৃণমূল' এবং অন্যটিতে 'সনাতন বিরোধী তৃণমূল' বলে প্রচার চালানো হচ্ছে। এইভাবে রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট ধর্মের বিরোধী হিসেবে কোনো রাজনৈতিক দল প্রচার চালাতে পারে না। বেআইনি কাজ করছে বিজেপি। রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।
সোমবার মামলাটি শোনেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তিনি জানান, নির্বাচনী বিধি ভঙ্গ হওয়া বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। প্রতিটি দলেরই উচিত আদর্শ আচরণ বিধি মেনে চলা। প্রতিটি বিজ্ঞাপন দেওয়ার সময় সেটা যাচাই করে দেওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত ছিল আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। ওই দুই বিজ্ঞাপনের প্রচারের ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনও। ওই দুই বিজ্ঞাপনের কারণে শোকজ করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। আগামী ২১ মে বিকেল ৫টার মধ্যে সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশনে জবাবদিহি করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন