বিজেপি আমাকে ‘মৌন মোহন’ বলত, কিন্তু দেশ আমার ভাল কাজকে এখনও মনে রেখেছে – মনমোহন সিং
পাঞ্জাবের বিধানসভা নির্বাচন এবং উত্তর প্রদেশ নির্বাচনের বাকি পর্বের আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি ভিডিও বিবৃতি জারি করেছেন। যাতে তিনি বলেছেন - তাঁকে তখন ‘মৌন মোহন’ বলা হত। কিন্তু দেশ তাঁর ভাল কাজের কথা এখন মনে করে। তিনি পাঞ্জাব, ইউপি এবং মণিপুরের ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।
মনমোহন সিং বলেন, “আমি সন্তুষ্ট যে আমাকে ‘মৌন মোহন’ বলা হয়েছিল এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ করা হয়েছিল। কিন্তু দেশ আমার ভাল কাজকে মনে রেখেছে। বিজেপির পর্দা এখন ফাঁস হয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন যে, সরকারের ভুল নীতির কারণে জনগণ মুদ্রাস্ফীতি, বেকারত্বে ভুগছে এবং বিগত সাড়ে সাত বছরে সরকার তার ব্যর্থতা স্বীকার না করে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করছে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব আছে। ইতিহাসকে দোষারোপ করে বর্তমান সরকারের অপরাধ কমবে না। কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য প্রতিকূল পরিস্থিতিতে কখনও আন্তর্জাতিক স্তরে দেশকে হতাশ করেনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে সমর্থন জানানোর আর্জি জানিয়ে বলেন, বিজেপি নিরাপত্তার নামে তাঁকে বদনাম করার চেষ্টা করছে। একইভাবে, কৃষকদেরও শত্রু হিসাবে তুলে ধরছে বিজেপি।
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী কোভিড পরবর্তী জটিলতা থেকে আপাতত সেরে উঠছেন। তবে পাঞ্জাবে কোনও নির্বাচনী সমাবেশ বা সংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে পারেননি তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন