আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, বুধবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একক ভাবে লড়াই করবে। বুধবার ইন্ডিয়া মঞ্চ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর মুখ খুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ। এদিন তিনি জানান, “মমতাজীকে ছাড়া ইন্ডিয়া মঞ্চ ভাবাই যায় না।“
রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এখন আসামে। বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করবে ন্যায় যাত্রা। এই আবহে কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা আসছে, সে বিষয়ে তাঁকে কিছুই জানানোই হয়নি।
এই প্রসঙ্গে রমেশ বলেন, “কংগ্রেস সভাপতি, রাহুল গান্ধী কথা বলেছিলেন। মল্লিকার্জুন খাড়গে জনসভায় বলেছিলেন, ইন্ডিয়া মঞ্চভুক্ত সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তিনি সমস্ত দলের সাথে কথা বলেছেন৷ আমি জানি না কোন প্রেক্ষাপটে তিনি(মমতা ব্যানার্জি) এটা বলেছেন।”
বাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব চলছিল। জানা গেছে, কংগ্রেস রাজ্যে ১০-১২ আসনে লড়াই করতে চেয়েছিল। কিন্তু তৃণমূল ২-এর বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ। তাদের দাবি, গত লোকসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেছে কংগ্রেস। বিধানসভাতেও কোনও আসনে জিততে পারেনি কংগ্রেস। তাদের বেশি আসন না দিয়ে, যে দল শক্তিশালী অর্থাৎ তৃণমূলকেই আসন সমঝোতায় প্রাধান্য দেওয়া হোক। কংগ্রেসের দাবি অন্যায্য।
কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ-এর যুক্তি, “আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বক্তব্য দেখেন... তিনি বলেছেন, তিনি বিজেপিকে হারাতে চান। তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবেন না।“ তিনি আরও দাবি করেন, “যখন আপনি দীর্ঘ ভ্রমণ করবেন, তখন পথে মাঝে মাঝে স্পিড ব্রেকার থাকবে, লাল বাতি থাকবে। তার মানে এই নয় যে আমরা পিছিয়ে যাব। আমরা চলতেই থাকি, আমরা স্পিড ব্রেকার পার করব। লাল বাতি সবুজে পরিণত হবে।“
একদিন আগেই, আসামে রাহুল গান্ধী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে।
রমেশ রাহুলের বিবৃতি উল্লেখ করে বলেন, “তৃণমূল, বিশেষ করে মমতাজী, তিনি একজন বড় নেতা। ইন্ডিয়া মঞ্চের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা মমতাজী ছাড়া ইন্ডিয়া মঞ্চ কল্পনা করতে পারি না। আমরা আশাবাদী যে আলোচনা চলছে, এবং সমাধান সূত্র পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে এবং সব দলের মধ্যে সহযোগিতা বজায় থাকবে।"
রমেশের বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, একজন বিশিষ্ট তৃণমূল নেতা বলেন, ২ টির বেশি আসনের কংগ্রেসের দাবি "অযৌক্তিক" এবং "টফি চাওয়ার মতো"। তিনি আরও জানান আসন ভাগাভাগির বিষয়ে গত দু'সপ্তাহে দুই দলের মধ্যে কোনও আলোচনা হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন