Lok Sabha Polls 24: একগুচ্ছ দাবি আদায়ের লক্ষ্য নিয়ে NDA-র বৈঠকে চন্দ্রবাবু নাইডু!

People's Reporter: সূত্র মারফত খবর, চন্দ্রবাবু নিজের সাংসদদের জন্য মন্ত্রীপদের দাবি জানাতে পারেন। এমনকি স্পিকার পদের জন্যও আবেদন জানাতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চন্দ্রবাবু নাইডু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চন্দ্রবাবু নাইডুফাইল ছবি
Published on

এনডিএ সরকার গঠনের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলোর উপর। যার মধ্যে অন্যতম চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এই দুই নেতা সমর্থন তুলে নিলেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ। তবে সূত্রের খবর, একাধিক শর্ত নিয়ে দিল্লিতে এনডিএ-র বৈঠকে যোগ দিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

বুধবার সকালেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু নিজের দিল্লির যাত্রার কথা জানিয়েছিলেন। এনডিএ-র সাথে থাকার বার্তা দিয়েছিলেন। জানা যাচ্ছে এনডিএ-কে সমর্থনের বদলে একাধিক শর্ত দিতে পারেন টিডিপি নেতা।

সূত্রের খবর, নাইডু অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ক্যাটাগরি স্ট্যাটাসের দাবি জানিয়েছেন। বিশেষ তকমা পেলে সেই রাজ্যের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় অর্থ বরাদ্দ হয়। পাশাপাশি শিল্পের জন্য আয়কর ছাড়, কাসটম শুল্ক ছাড়, জিএসটি ছাড়ের মতো সুবিধাগুলি পাওয়া যায়। রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থের দাবি জানাতে পারেন চন্দ্রবাবু। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় থাকা পোলাভারম প্রকল্পের জন্যও আর্থিক সাহায্য চাইতে পারেন টিডিপি নেতা।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, চন্দ্রবাবু নিজের সাংসদদের জন্য মন্ত্রীপদের দাবি জানাতে পারেন। এমনকি স্পিকার পদের জন্যও আবেদন জানাতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালে এনডিএ থেকে বেরিয়ে যান চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি ছিল অন্ধ্রপ্রদেশের জন্য কেন্দ্রের আর্থিক সহায়তা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জোট ছেড়েছিলেন টিডিপি নেতা। সেই সময় বলেছিলেন, 'অন্ধ্রপ্রদেশের প্রতি যে অবিচার হচ্ছে তার দায় নরেন্দ্র মোদীর। আমি ২৯ বার দিল্লি গিয়ে অন্ধ্রের জন্য সাহায্য চেয়েছি। একাধিকবার আবেদন জানিয়েছি। কিন্তু কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য কিছুই নেই। তাই আমি জোট ছাড়ার সিদ্ধান্ত নিই'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চন্দ্রবাবু নাইডু
ফল প্রকাশের পর উত্তপ্ত দুর্গাপুর! আগুন CPIM নেতার মেয়ের দোকানে, ভাঙচুর পোলিং এজেন্টের বাড়ি-গাড়ি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চন্দ্রবাবু নাইডু
Narendra Modi: ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মোদী! জমা দিলেন পদত্যাগপত্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in