আসন্ন লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় লড়ছে না চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি)। তবে নির্বাচনে কোনও দলকে সমর্থন করবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি টিডিপি। অন্যদিকে, প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে টিডিপি এনডিএ-এর সঙ্গে জোট করেছে। সেকারণে পুরো বিষয়টি নিয়েই দ্বন্দ্বে দল।
তেলেঙ্গালায় লোকসভা নির্বাচনে না লড়ার কারণ হিসাবে টিডিপি মুখপাত্র জ্যোৎস্না তিরুনাগরী জানিয়েছেন, তেলেঙ্গানায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফের একবার এই রাজ্যে রাজনীতিতে ফিরতে চায় দল। তেলেঙ্গানায় পঞ্চায়েত নির্বাচন আগামী জুন অথবা জুলাই মাসে হতে পারে বলে জানা গেছে।
জ্যোৎস্না জানান, “যদিও আমরা এনডিএ-র অংশ, আমরা তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তেলেঙ্গানায় আসন্ন নির্বাচনে কাকে সমর্থন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এখনও পর্যন্ত, এ বিষয়ে কোনো নির্দেশনা নেই।“
শেষ কয়েক বছরে রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর দল। বিশেষ করে দলের প্রতিষ্ঠাতা চন্দ্রবাবু নাইডু দুর্নীতি মামলায় অন্ধ্র প্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর।
এর আগে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনেও টিডিপি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে দলের রাজ্য সভাপতি কসানাই জ্ঞানেশ্বর টিডিপি ছেড়ে কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) –তে যোগ দেন। এছাড়াও, রাজ্যের বেশ কয়েকজন নেতা-কর্মীরা দল ত্যাগ করেছেন। এরপর থেকেই দলটি নেতৃত্বাধীন হয়ে পড়েছে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হয় এবং বিআরএস-কে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস।
২০১৮ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে দুটি আসনে জেতে টিডিপি। সেবার নির্বাচনে ৩.৫১ শতাংশ ভোট পেয়েছিল চন্দ্রবাবু নাইডুর দল। সেবার কংগ্রেস ও সিপিআইএমের সঙ্গে জোট বেঁধেছিল টিডিপি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন