তৃণমূলের হেভিওয়েট নেতার পাশাপাশি পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি। শ্রীরামপুরের তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি কত জানেন?
আগামী ২০ মে শ্রীরামপুরে নির্বাচন। সেখানকার তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া হলফনামা অনুযায়ী ২০১৮-১৯ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত তাঁর বার্ষিক আয় যথাক্রমে ৩ কোটি ৭৯ লক্ষ ৩৭ হাজার ৮২০ টাকা, ২ কোটি ১২ লক্ষ ১৭ হাজার ৩৬৯ টাকা, ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ১২৩ টাকা, ৪ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ৫৪৪ টাকা এবং ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ২৬৬ টাকা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের গত পাঁচ বছরে আয় যথাক্রমে ২ লক্ষ ৭৫ হাজার ১২ টাকা, ২ লক্ষ ৬০ হাজার ২৫৪ টাকা, ২ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা, ২ লক্ষ ৮৮ হাজার ৫৩০ টাকা এবং ৩ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা।
হলফনামা অনুযায়ী, কল্যাণের আয়ের উৎস আইনজীবী হিসেবে পাওয়া পারিশ্রমিক, ব্যাঙ্ক এবং বিনিয়োগ থেকে পাওয়া সুদ এবং বাড়িভাড়া। স্ত্রীর আয়ের উৎস শাড়ির ব্যবসা এবং ব্যাঙ্ক ও বিনিয়োগ থেকে পাওয়া সুদ।
এছাড়াও, উত্তরাধিকার সূত্রে পাওয়া বাঁকুড়ায় ৫০০ স্কোয়্যার ফুটের জমি রয়েছে কল্যাণের, যার মূল্য ৭ লক্ষ টাকা। হরিশ চ্যাটার্জি রোডে, দিল্লির গ্রেটার কৈলাসে বাড়ি রয়েছে কল্যাণের। স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে শ্রীরামপুরে একটি ফ্ল্যাটও রয়েছে, যেগুলির বাজারমূল্য যথাক্রমে ১.২ কোটি, ২.২ কোটি এবং ৩.১ লক্ষ টাকা। উত্তরপাড়ায় ফ্ল্যাট রয়েছে কল্যাণের স্ত্রীর, যার দাম ১০ লক্ষ টাকা। ১১ লক্ষ ৯৬ হাজার টাকার গৃহঋণ রয়েছে কল্যাণের, গাড়ি কিনতে ঋণ নিয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ২৫৫ টাকার।
সবমিলিয়ে তৃণমূল নেতার অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকার। এছাড়াও তাঁর ঋণ রয়েছে ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ লক্ষ ১০ হাজার টাকা।
কল্যাণের কাছে রয়েছে প্রায় ২৩ লক্ষ টাকার Toyota Innova Crysta, ৪.৮১ লক্ষের Toyota Corolla Altis গাড়ি। ১৫ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে। বই রয়েছে ১ কোটি টাকার। স্ত্রীর গয়না রয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকার। কল্যাণের বিরুদ্ধে কোনও অপরাধের মামলা নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন