Chhattisgarh Polls: প্রথম দফার ভোটের ময়দানে ৪৬ কোটিপতি, মিজোরামের মত এখানেও সবচেয়ে ধনী আপ প্রার্থী

People's Reporter: মিজোরামের মতো ছত্তিশগড়েও ৪০ কোটি টাকারও বেশি সম্পত্তি নিয়ে সবচেয়ে ‘বড়লোক’ প্রার্থী আম আদমি পার্টির খড়গরাজ সিং।
Chhattisgarh Polls: প্রথম দফার ভোটের ময়দানে ৪৬ কোটিপতি, মিজোরামের মত এখানেও সবচেয়ে ধনী আপ প্রার্থী
প্রতীকী ছবি
Published on

ছত্তিশগড়ে নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আগামী নভেম্বরে দুই দফায় রাজ্যের ১৬০টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। ৭ নভেম্বর প্রথম দফার নির্বাচনে অংশগ্রহণকারী ২২৩ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন কোটিপতি। এমনটাই খবর ছত্তিশগড় নির্বাচন কমিশন ও ADR (Association for Democratic Reforms)-এর রিপোর্টে।

আগামী ৭ নভেম্বর প্রথম দফার নির্বাচনে রাজ্যের ৯০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই প্রথম দফার ভোটগ্রহণে অংশগ্রহণকারী ২২৩ জন প্রার্থীর মধ্যে ৪৬ জনের সম্পত্তির পরিমাণই কোটি টাকার উপরে। রিপোর্ট বলছে, প্রথম দফার নির্বাচনী প্রার্থীদের স্থাবর ও অস্থাবর মিলিয়ে গড় সম্পত্তির পরিমাণ ১.৩৪ কোটি। তার মধ্যে মিজোরামের মতো ছত্তিশগড়েও ৪০ কোটি টাকারও বেশি সম্পত্তি নিয়ে সবচেয়ে ‘বড়লোক’ প্রার্থী আম আদমি পার্টির খড়গরাজ সিং।

রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার ভোটাভুটিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ২০জন বিজেপি প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৫.৩৩ কোটি। এই তালিকায় বিজেপি প্রার্থীদের পরেই রয়েছে ২০ জন কংগ্রেস প্রার্থী। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫.২৭ কোটি টাকা। এরপর ১০ জন আপ প্রার্থীর সম্মিলিত গড় সম্পত্তি রয়েছে ৪.৪৫ কোটির। সবশেষে ১৫ জন জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) প্রার্থীর স্থাবর-অস্থাবর মিলিয়ে গড় সম্পত্তির পরিমাণ মাত্র ৩০.৫৪ লক্ষ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গিয়েছে, খড়গরাজ সিংয়ের পরেই ৩৩ কোটিরও বেশি সম্পত্তি নিয়ে দ্বিতীয় সর্বাধিক ধনী প্রার্থী বিজেপির পন্ডরিয়া কেন্দ্রের প্রার্থী ভাবনা বোহরা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জগদলপুরের কংগ্রেস প্রার্থী যতীন জয়সওয়াল। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬ কোটির বেশি।

ডোঙ্গারগড় (এসসি) কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হেম কুমার সাতনামি সবচেয়ে গরীব প্রার্থী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮,০০০ টাকা।

Chhattisgarh Polls: প্রথম দফার ভোটের ময়দানে ৪৬ কোটিপতি, মিজোরামের মত এখানেও সবচেয়ে ধনী আপ প্রার্থী
Mizoram polls: ৬৪.৪ শতাংশ প্রার্থীই কোটিপতি, ৬৯ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী আপ প্রার্থী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in