মধ্যপ্রদেশের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। হাতে গোনা আর দুইমাসেরও কম সময় রয়েছে। আর সেই নির্বাচনের আগে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভা থেকেই সরিয়ে দিতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার রাজ্য সরকারের এক অনুষ্ঠানে শিবরাজের আবেগপূর্ণ বক্তব্য সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।
বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই দুই দফায় রাজ্যের একাধিক কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী-সংসদের পাশাপাশি জায়গা পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ও। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা পাননি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্যও নির্দিষ্ট কাউকে এখনও পর্যন্ত দাঁড় করায়নি বিজেপি। আর সেখান থেকেই জল্পনা উঠেছে, মুখ্যমন্ত্রী শিবরাজকে এবার সরিয়ে দিতে চায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার নিজের জেলা সেহোরে সরকারের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই জল্পনা আরও স্পষ্ট হল।
এদিন সমাবেশে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শিবরাজ জানান, “এরকম ভাই আপনারা কোথাও পাবেন না। যখন আমি চলে যাবো, তখন আপনারা আমায় মনে করবেন।” তিনি আরও জানান, “আমি মধ্যপ্রদেশের রাজনৈতিক সংজ্ঞা পাল্টে দিয়েছি। আপনারা সবাই বহু বছর ধরে কংগ্রেসের রাজত্ব দেখেছেন। কিন্তু সেই সরকার কি আমার মতো করে রাজ্যের মানুষের কথা ভেবেছে কখনও? আমি শুধু সরকার চালাইনি, আমি একটা গোটা পরিবার চালিয়েছি।” ‘বিদায়ী ভাষণ’-এর মতো শোনানো শিবরাজের এই বক্তব্য নির্বাচনে তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে ওঠা জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।
বিরোধী কংগ্রেসের তরফেও শিবরাজের এই বক্তব্যকে তার ‘বিদায়ী ভাষণ’ হিসেবেই উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা মিডিয়া উপদেষ্টা পীযূষ বাবেলে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আজ আসলে নিজের বিদায় ঘোষণা করলেন। কিন্তু একটা কথা সত্যি, মধ্যপ্রদেশের বিভিন্ন দুর্নীতি ও তাঁর শাসনকালের বিশৃঙ্খলার জন্য আমরা তাঁকে বহুদিন মনে রাখব।” এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কাউকে সামনে আনা না হলেও গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী ও ৩ কেন্দ্রীয় মন্ত্রী-সহ মোট ৭ জন সাংসদকে প্রার্থী তালিকায় রেখেছে। মনে করা হচ্ছে, শিবরাজকে সরিয়ে তাঁদের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন