Congress: '২৪-এর সাধারণ নির্বাচনই দেশের মানুষের কাছে গণতন্ত্র রক্ষার শেষ সুযোগ' - মল্লিকার্জুন খাড়গে

People's Reporter: খাড়গে বলেন, নীতিশ কুমারের শিবির বদলের কোনও প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। কোনও একজন ব্যক্তির মহাজোট ছেড়ে যাওয়ায় আমরা দুর্বল হয়ে পড়বো না। আমরা আগামী নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবোই।
ভুবনেশ্বরে সমাবেশে ভাষণ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে
ভুবনেশ্বরে সমাবেশে ভাষণ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গেছবি আইএনসি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

বিজেপি এবং তাদের মতাদর্শগত পথ প্রদর্শক আরএসএস থেকে দূরে থাকুন। কারণ এরা দু’জনেই ‘বিষাক্ত’। সোমবার ভুবনেশ্বরে একথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এদিন খাড়গে বলেন, ২০২৪-এর সাধারণ নির্বাচনই দেশের মানুষের কাছে গণতন্ত্র রক্ষার শেষ সুযোগ হিসেবে আসতে চলেছে। তিনি আরও বলেন, যদি কোনোভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল আসন্ন নির্বাচনে জয়লাভ করে সেক্ষেত্রে তিনি একনায়কতন্ত্রের দিকেই দেশকে নিয়ে যেতে পারেন।

কংগ্রেসের ডাকা এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খাড়গে এদিন বলেন, ভারতের জনগণের সামনে দেশের গণতন্ত্র রক্ষার এটাই শেষ সুযোগ। যদি নরেন্দ্র মোদী আরও একটা নির্বাচনে জয়লাভ করে সেক্ষেত্রে দেশে একনায়কতন্ত্র শুরু হবে।

এদিন সাংবাদিকরা নীতিশ কুমারের এনডিএ শিবিরে ফিরে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে খাড়গে জানান, নীতিশ কুমারের শিবির বদলের কোনও প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। কোনও একজন ব্যক্তির মহাজোট ছেড়ে যাওয়ায় আমরা দুর্বল হয়ে পড়বো না। আমরা আগামী নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবোই।

ভুবনেশ্বরে সমাবেশে ভাষণ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে
Rajya Sabha Election: রাজ্যসভার ৫৬ আসনে ভোট ২৭ ফেব্রুয়ারি - কোন রাজ্যে কত আসনে ভোট?
ভুবনেশ্বরে সমাবেশে ভাষণ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে
CAA: আগামী সপ্তাহেই রাজ্যে চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন! 'গ্যারান্টি' শান্তনু ঠাকুরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in