লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থী ও তাঁদের কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৪ জন ওবিসি, এসসি, এসটি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানিয়েছে কংগ্রেস। গত সপ্তাহে বিজেপি-ও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ১৯৫ জনের নাম রয়েছে।
কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় থাকা উল্লেখযোগ্য নামগুলি হল - রাহুল গান্ধী, শশী থারুর, ভুপেশ বাঘেল, কে সি ভেনুগোপাল প্রমুখ। রাহুল গান্ধী ওয়াইনাড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ২০১৯ সালের মতো আমেঠি থেকেও তিনি প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট নয়। সাংসদ শশী থারুর নিজের কেন্দ্র তিরুবনন্তপুরম থেকে লড়বেন। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ ভাঘেল রাজনন্দগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল কেরালার আলাপুঝা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০৯ এবং ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। ২০১৯ সালে ভোটে লড়েননি তিনি। প্রার্থী তালিকায় নাম রয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশের। তিনি বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্র থেকে লড়বেন।
বিদায়ী সাংসদ কে মুরলীধরন লড়বেন ত্রিশূর থেকে। তিনি ভাদাকারার বিদায়ী সাংসদ। মুরলীধরনের বোন পদ্মজা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। ছত্তীসগঢ়ের কোরবা থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্তের স্ত্রী জ্যোৎস্না মহন্তকে প্রার্থী করা হয়েছে। গতবারও তিনি এই কেন্দ্র থেকে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন।
৩৯ জন প্রার্থীর মধ্যে কেরলের ১৬টি কেন্দ্র রয়েছে। কেরলে বাকি চারটি আসন কংগ্রেস তার সহযোগীদের জন্য ছেড়ে দেবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কর্ণাটকের সাতটি, ছত্তিশগড়ের ছয়টি এবং তেলেঙ্গানার চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মেঘালয়ের ২ এবং নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম ও লক্ষদ্বীপের ১টি করে লোকসভা কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করেছে কংগ্রেস।
এবারের লোকসভা নির্বাচনে মূলত দক্ষিণের দিকের রাজ্যগুলিতে ফোকাস করবে কংগ্রেস বলে জানা গেছে। এর অন্যতম প্রধান কারণ, দক্ষিণে বিজেপির শক্তি তুলনামূলক কম। দক্ষিণের কোনও রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন