I.N.D.I.A: ৩ রাজ্যের ফলাফল দেখেই তড়িঘড়ি 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক ডাকলো কংগ্রেস!

People's Reporter: এর আগে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারের পাটনায়। দ্বিতীয় বৈঠক হয়েছিল কর্ণাটকের বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হয়েছিল মুম্বইতে।
বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক
বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠকছবি প্রতীকী
Published on

চার রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের দিনই 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বকে ফোন করে বৈঠকের কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

চার রাজ্যের ফলাফল দেখেই তড়িঘড়ি বৈঠকের সিদ্ধান্ত নিল কংগ্রেস। তেলেঙ্গানা ছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সরকার গড়ছে বিজেপি। যা আগামী লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোটের কাছে সুখকর ফলাফল নয়। এর আঁচ যাতে ইন্ডিয়া জোটে না পড়ে সেই কারণেই হয়তো তড়িঘড়ি বৈঠকে বসতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব।

সূত্রের খবর, ফল প্রকাশের মাঝেই 'ইন্ডিয়া' জোটের সদস্যদের ফোন করেন মল্লিকার্জুন খাড়গে। ৬ ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার দিল্লিতে বৈঠকটি ডেকেছেন তিনি।

কংগ্রেস সাধারণ বৈঠক বলে দাবি করলেও ভারতীয় রাজনীতিতে ৬ ডিসেম্বরের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ এই তারিখেই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী বছরের শুরুতেই রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বাবরি মসজিদ যেখানে ধ্বংস হয়েছিল সেখানেই মন্দির গড়ে উঠছে। ফলে রাম মন্দিরকে ইস্যু করে লোকসভা নির্বাচনে ঝাঁপাতে পারে বিজেপি। কোনোভাবে যাতে বিজেপি ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনে ফায়দা তুলতে না পারে সেই চেষ্টাই করছে কংগ্রেস সহ 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেছিলেন, আমরা সকলে কংগ্রেসের নেতৃত্বে 'ইন্ডিয়া' জোটে আছি। কিন্তু কংগ্রেস ৫ রাজ্যের নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত। যার কারণে জোটের তেমন অগ্রগতি হয়নি। কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন তুলেছিল আপ এবং তৃণমূল কংগ্রেসও।

এর আগে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারের পাটনায়। দ্বিতীয় বৈঠক হয়েছিল কর্ণাটকের বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হয়েছিল মুম্বইতে। ওই মিটিং-এই ঠিক হয়েছিল চতুর্থ বৈঠক হবে দিল্লিতে।

বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক
MP Polls: ইন্ডিয়া মঞ্চকে অস্বীকার, অতিরিক্ত কমলনাথ নির্ভরতায় ভরাডুবি কংগ্রেসের - মত রাজনৈতিক মহলের
বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক
Assembly Polls 2023: মধ্যপ্রদেশে দিমানি কেন্দ্রে পিছিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in