নির্বাচনের আগেই ধাক্কা কংগ্রেসে, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর!

People's Reporter: স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বকে অক্ষয় কান্তি বাম সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল এই প্রার্থী যখন তখন নিজের মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।
নির্বাচনের আগেই ধাক্কা কংগ্রেসে, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর!
ছবি - কৈলাস বিজয়বর্গীয়র এক্স হ্যান্ডেল
Published on

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মধ্যপ্রদেশের ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। শুধু তাই নয়, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

নিজের এক্স হ্যান্ডেলে কৈলাস বিজয়বর্গীয় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী মোহন যাদব, এবং রাজ্য সভাপতি ভিডি শর্মার নেতৃত্বে ইন্দোরের কংগ্রেসের প্রার্থী অক্ষয় কান্তি বামকে বিজেপিতে স্বাগত'। এই পোস্টের সাথে থাকা ছবিতে একটি গাড়ির মধ্যে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে অক্ষয় কান্তি বামকে বসে থাকতে দেখা যাচ্ছে।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বকে অক্ষয় কান্তি বাম সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল এই প্রার্থী যখন তখন নিজের মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

অক্ষয় কান্তি বামের বিজেপিতে যোগের পর এক হতাশ কংগ্রেস কর্মী সংবাদমাধ্যমের সামনে বলেন, "আমি শুরু থেকেই আমাদের নেতাদের সতর্ক করে দিয়েছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, অক্ষয় বামকে টিকিট দেবেন না। একজন অনুগত দলীয় কর্মীকে দিন, আমার মতো কাউকে। আমি আমার সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়ব। দলের নীচু স্তরের কর্মীদের জন্য সত্যিই বেদনাদায়ক ঘটনা। নেতাদের বোঝা উচিত কংগ্রেসের সম্পদ তাদের দলের কর্মীরা।"

প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচনের আগে গুজরাটের সুরাটেও কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। বিকল্প প্রার্থী দিলে সেই প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়ে যায়। অভিযোগ ছিল, কংগ্রেস প্রার্থীর প্রস্তাবকের সই জাল ছিল। এরপর বিএসপি সহ আরও ৮ দলের প্রার্থী তাঁদের মনোনয়ন তুলে নেন। ফলে ওই কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন বিজেপি প্রার্থী মনোজ দালাল।

নির্বাচনের আগেই ধাক্কা কংগ্রেসে, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর!
Lok Sabha Polls 24: ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপির ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের
নির্বাচনের আগেই ধাক্কা কংগ্রেসে, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর!
Lok Sabha Polls 24: জয়নগর কেন্দ্রের ফলাফলে নির্ণায়ক শক্তি হতে পারে এসইউসিআই(সি) এবং আইএসএফ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in