৬.৫ কোটি কন্নড়বাসীরকে দেওয়া ৫ গ্যারান্টি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস: খাড়গে

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। আগামী ২০ মে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন।
মল্লিকার্জুন খাড়গে
মল্লিকার্জুন খাড়গে
Published on

কর্ণাটকের অগ্রগতির সূচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। বৃহস্পতিবার, একথা জোর দিয়ে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কর্ণাটকের জনগণকে যে নিশ্চয়তা দিয়েছে কংগ্রেস, তা পূরণ হবেই।

বৃহস্পতিবার, এক টুইট বার্তায় খাড়গে জানান, ‘কর্ণাটকের জনগণের অগ্রগতি, কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস। আমরা প্রতিশ্রুতি মতো ৬.৫ কোটি কন্নড়বাসীকে দেওয়া ৫টি গ্যারান্টি বাস্তবায়ন করব।‘

বৃহস্পতিবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। আগামী ২০ মে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন।

দলের সিনিয়র নেতাদের মধ্যে পরপর তিনদিন আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার পরই কর্ণাটকের অগ্রগতি ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে মুখ খুলেছেন খাড়গে। একইসঙ্গে, টুইটারে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন তিনি।

শিবকুমারও এদিন টুইট করে জানিয়েছেন, ‘কর্ণাটকের নিরাপদ ভবিষ্যত এবং জনগণের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা এর নিশ্চয়তা দিতে ঐক্যবদ্ধ।‘ তিনিও একতার বার্তা দিয়ে খাড়গে এবং সিদ্দারামাইয়া-র সাথে নিজের ছবি পোষ্ট করেছেন।

অন্যদিকে, কন্নড় ভাষায় টুইট করেন কর্ণাটকের ভাবি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি লিখেছেন, ‘আমাদের হাত সবসময় কন্নড়ীদের কল্যাণ ও সুরক্ষার জন্য একত্রিত হবে৷ আর জনস্বার্থে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত শাসন এবং আমাদের সমস্ত গ্যারান্টি পূরণ করতে একটি পরিবার হিসাবে কাজ করবে কংগ্রেস দল৷’

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২০ মে, শনিবার। তবে, তার আগে আজ কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কংগ্রেস। দিল্লিতে দলের সদর দফতরে, সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল ও রাজ্য কংগ্রেস ইনচার্জ রণদীপ সিং সূরজেওয়ালা।

১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ২২৪ টি আসনের মধ্যে ১৩৫ টিতে জিতেছে কংগ্রেস। অন্যদিকে, ৬৬ আসনে নেমে এসেছে বিজেপি, আর জেডি (এস) পেয়েছে ১৯ টি আসন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in