ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। যদিও, মঙ্গলবার কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় পাপিয়া চক্রবর্তীর নাম থাকলেও, বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোষ্ট করে তিনি জানিয়ে দেন, জোটের রাজনীতিকে মান্যতা দিয়ে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করেছেন তিনি।
বুধবার কংগ্রেসের প্রকাশিত তালিকাটি পোস্ট করে কংগ্রেস প্রার্থী পাপিয়া লেখেন, “এআইসিসি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ২২ ঘণ্টা আগে নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৩২টি লোকসভা আসনে প্রার্থী তালিকার ঘোষণায় দেখা যাচ্ছে, সেখানে এখনও আমার নাম রয়ে গিয়েছে। কিন্তু আমি সভাপতির কাছে গিয়ে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করেছি, জোটের রাজনীতিকে মান্যতা দিয়ে।“
কংগ্রেস সূত্রের খবর, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম মির সাংবাদিক বৈঠকে পাপিয়ার প্রার্থী পদ স্থগিত করেছিলেন। এরপর তিনি পাপিয়াকে জানান, পরবর্তী পদক্ষেপ তাঁকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু পরে কিছু না জানানো হলে, তিনি ধরেই নেন, তাঁকে এবার আর প্রার্থী করা হচ্ছে না।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজ্যের তিন কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। সেখানে ঘাটালের প্রার্থী করা হয় পাপিয়া অধিকারীকে। ঘাটালের প্রার্থী নাম প্রকাশ্যে আসার পরেই বিধান ভবনে বিক্ষোভ দেখায় পূর্ব মেদিনীপুরের জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ অভিযোগ করেন, “বিজেপি নেত্রী পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই প্রার্থীকে না সরানো হলে তাঁরা অবস্থান বিক্ষোভ থেকে সরবেন না।“ স্লোগান দেওয়া হয় কংগ্রেসের পর্যবেক্ষকের বিরুদ্ধে।
পরে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন পর্যবেক্ষক। পরবর্তীতে লিখত অভিযোগ পত্রও জমা দেন জেলা নেতৃত্ব। অন্যদিকে ঘাটাল থেকে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। সব মিলিয়ে মির সাংবাদিক বৈঠক করে পাপিয়ার প্রার্থীপদ খারিজ করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন