এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে পরবর্তী সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবিপি সি-ভোটার-এর এক্সিট পোলে।
এক্সিট পোল অনুসারে, ৭০ আসন-বিশিষ্ট উত্তরাখণ্ডে কংগ্রেস জিততে পারে ৩৫টি আসনে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা (৩৬) থেকে মাত্র এক আসন কম। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির দখলে যেতে পারে ২৯টি আসন।
সমীক্ষা অনুযায়ী, সরকার গঠনের চাবিকাঠি অনেকটাই অন্যান্য ও নির্দলদের হাতে রয়েছে। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির তিনটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। প্রথমবার উত্তরাখণ্ডে লড়তে আসা আম আদমি পার্টি একটি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হতে পারেন।
২০১৭ সালের নির্বাচনে বিজেপি একাই ৫৭টি আসনে জয়ী হয়েছিল এখানে। কংগ্রেস জিতেছিল মাত্র ১১টি আসনে। ২টি আসনে জয়লাভ করেছিল নির্দল প্রার্থী।
এক্সিট পোল অনুযায়ী, ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে ভোট শতাংশও কমেছে বিজেপির। ২০১৭ সালে বিজেপি যেখানে ৪৬.৫ শতাংশ ভোট পেয়েছিল, এবার তা কমে ৪০ শতাংশে নামবে বলে ইঙ্গিত এক্সিট পোলে। অন্যদিকে কংগ্রেসের ভোট শতাংশ ৩৩.৫ শতাংশ থেকে বেড়ে ৩৯.৩ শতাংশ হওয়ার অনুমান করা হচ্ছে। আম আদমি পার্টি ৮.৭ শতাংশ ভোট পেতে পারে।
১৭,৪৮০ জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। এটি কেবলমাত্র একটি সমীক্ষা, ফলাফল নয়। আগামী ১০ এপ্রিল উত্তরাখণ্ডের ফল প্রকাশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন