মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকায় একের পর এক চমক। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে বুধনি কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী রুপোলী পর্দার ‘হনুমান’ বিক্রম মাস্তাল। পাশাপাশি, রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকেও কোনঠাসা করতে তাঁর বিপরীতে প্রাক্তন আরএসএস সদস্য তথা প্রাক্তন বিজেপি নেতা অবধেশ নায়েককে প্রার্থী করেছে কংগ্রেস।
রবিবার সকালে প্রথম ধাপে মধ্যপ্রদেশ বিধানসভার ১৪৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেই তালিকায় দাতিয়া কেন্দ্র থেকে রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর বিপরীতে কংগ্রেস প্রার্থী করেছে সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া অবধেশ নায়েককে। গত জুলাই মাসেই প্রায় ১০০ গাড়ির মিছিল নিয়ে ভোপালে পৌঁছে মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও দিগ্বিজয় সিংয়ের উপস্থিতিতে কংগ্রেস যোগ দেন অবধেশ। দীর্ঘদিন ধরে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা হিসেবে পরিচিত মিশ্রর বিপরীতে অবধেশকে প্রার্থী করায় দাতিয়া কেন্দ্রের নির্বাচনী লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০০৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রথমবার নির্বাচনের ময়দানে নামেন অবধেশ। কিন্তু সেবার দাতিয়া কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিংয়ের কাছে তাঁকে ২,৯০৪ ভোটে হারতে হয়। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটব্যাঙ্ক নিজের পকেটে পুরতে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল অবধেশের বিরুদ্ধে। কিন্তু শেষকালে সেই কৌশলও বিশেষ কাজে আসেনি। অন্যদিকে ২০০৮ সালে গোয়ালিয়রের ডাবড়া কেন্দ্রের আসনকে তফশিলি জাতির (SC) জন্য সংরক্ষিত করলে ডাবড়া থেকে তল্পিতল্পা গুটিয়ে দাতিয়া কেন্দ্রে আসেন নরোত্তম মিশ্র।
তারপর থেকেই মধ্যপ্রদেশ বিজেপির অন্দরমহলে মিশ্রর সঙ্গে অবধেশের মতবিরোধের খবর কার্যত নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে ওঠে। এমনকি প্রকাশ্যেও একাধিকবার দুই ‘বিজেপি’ নেতা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। আর সেই কারণেই দাতিয়া কেন্দ্রে এবার জয়ের জন্য নরোত্তম ও অবধেশের সেই পুরনো ‘শত্রুতা’কেই প্রধান হাতিয়ার করতে চায় কংগ্রেস।
অন্যদিকে, বুধনি কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজের বিপরীতে চিত্র পরিচালক তথা অভিনেতা বিক্রম মাস্তালকে প্রার্থী করেছে কংগ্রেস। ২০০৮ সালের ‘রামায়ণ’ নামক টিভি সিরিয়ালে হনুমানের চরিত্রে অভিনয় করেই পরিচিতি পান বিক্রম। মুখ্যমন্ত্রী শিবরাজের বিপরীতে কংগ্রেস বিক্রমের সেই ‘রামায়ণ’-এর আবেগকেই কাজে লাগাতে চাইছে বলে দাবি দলীয় সূত্রে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন