Lok Sabha Polls: ৩০ লক্ষ সরকারী চাকরী, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা - একাধিক চমক কংগ্রেসের ইস্তেহারে

People's Reporter: কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোদী সরকারের সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ ‘অগ্নিবীর’ প্রকল্প বাতিলের প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহার পত্রে।
প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার পত্র
প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার পত্রছবি সৌজন্যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল
Published on

শুক্রবার লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। দেশে ৩০ লক্ষ সরকারি চাকরী থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবিমা - একাধিক চমক রয়েছে কংগ্রেসের ইস্তেহারে। কংগ্রেসের এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায় পত্র’।

শুক্রবার দিল্লির সদর দপ্তরে ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের সিনিয়র নেতা পি চিদাম্বরম।

ইস্তেহার পত্র প্রকাশ করে মল্লিকার্জুন খাড়্গে বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধী জানিয়েছিলেন, পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এই যাত্রা। আর কংগ্রেসের ইস্তেহার পত্র সেই পাঁচটি বিষয়কে নিয়েই তৈরি হয়েছে। সেই বিষয়গুলি হল - মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগীদারি। ইস্তেহারের সামগ্রিক থিম 'কাজ', 'সম্পদ' এবং 'কল্যাণ'-এর উপর ভিত্তি।

কংগ্রেস জানিয়েছে, "'কাজ' মানে আপনাকে অবশ্যই চাকরি দিতে হবে। 'সম্পদ' বিতরণের আগে তৈরি করতে হবে। 'কল্যাণ' মানে গরীবদের যত্ন নেওয়া।" 

ইস্তেহারে রয়েছে, ক্ষমতায় এলে ২৫ বছরের কম বয়সী প্রতিটি ডিপ্লোমাধারী বা কলেজ স্নাতকদের জন্য একটি বেসরকারি বা সরকারী সেক্টরের কোম্পানিতে এক বছরের প্রশিক্ষণের জন্য নতুন শিক্ষানবিশ আইনের গ্যারান্টি। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত প্রায় ৩০ লক্ষ শূন্য পদ পূরণ করা হবে। ২১ বছরের কম বয়সী প্রতিভাবান এবং উদীয়মান ক্রীড়াবিদদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকার ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। 

এছাড়া, কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোদী সরকারের সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ ‘অগ্নিবীর’ প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহার পত্রে। ক্রমবর্ধমান অর্থকরী ফসলের জন্য এমএসপি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

ইস্তেহারে বলা হয়েছে, জাতি এবং উপ-জাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করার জন্য কংগ্রেস দেশব্যাপী একটি আর্থ-সামাজিক এবং বর্ণ শুমারি পরিচালনা করবে। তথ্যের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেবে। এছাড়া SC, ST এবং OBC-র জন্য সংরক্ষণের সীমা ৫০ শতাংশ বৃদ্ধি করার জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাস করবে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে ইস্তেহারে।

প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার পত্র
Lok Sabha Polls 24: আজ থেকেই রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু, কারা পাবেন এই বিশেষ সুযোগ?
প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার পত্র
Lok Sabha Polls 24: কংগ্রেসকে সাথে নিয়ে ১২টি আসনে বিশেষ নজর, সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে CPIM

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in