I-N-D-I-A: দিল্লিতে আপকে আসন ছাড়বে না রাহুলরা! কংগ্রেস নেত্রীর মন্তব্যে বিরোধী জোটে চাপানউতোর

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দিল্লির দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইয়ের কৌশল নিয়ে ৩ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী
অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীছবি সংগৃহীত
Published on

একই বিরোধী জোটের শরীক হলেও আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কোনোরকম সমঝোতা করবে না কংগ্রেস। বুধবার এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী অলকা লামবা। লামবার এই ইঙ্গিত নিয়ে আপের তরফ থেকে ‘বিস্ময়’ প্রকাশ করে INDIA জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও দিল্লির আরেক কংগ্রেস নেতা দীপক বাবারিয়া লামবার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দিল্লির দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইয়ের কৌশল নিয়ে ৩ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দিল্লির কংগ্রেস নেত্রী অলকা লামবা সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, “সামনের লোকসভা নির্বাচনে দিল্লির লড়াই নিয়ে আলোচনা হল। আমাদের দিল্লিতে লড়াইয়ের জন্য সবরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিল্লির সাতটি আসনেই লড়াই করার জন্য তৈরি হবেন কংগ্রেস নেতারা। মাত্র সাত মাস বাকি আছে, এই সাতমাসেই দিল্লির সাতটি আসনের প্রত্যেকটিতেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।”

কংগ্রেস নেত্রীর এই কথায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন দিল্লির শাসকদল আম আদমি পার্টির নেতা বিনয় মিশ্র। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “কংগ্রেস নেত্রীর এমন বিবৃতি সত্যিই বেশ আশ্চর্যজনক। এই বিবৃতির পর বিরোধী INDIA জোট গড়ার আর কী প্রয়োজনীয়তা থাকতে পারে? এখন অরবিন্দ কেজরিওয়াল জি ঠিক করবেন আমরা এবারে কী করব, দেশের স্বার্থে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে।”

আপের পক্ষ থেকে এই বিবৃতির পরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন দিল্লির আরেক কং নেতা দীপক বাবারিয়া। অলকা লামবার মন্তব্য উড়িয়ে বাবারিয়া জানিয়েছেন, “আসন ভাগাভাগি হবে কি না, হলেও কীভাবে হবে, সেসব নিয়ে আজকের বৈঠকে কোনোরকম আলোচনা হয়নি। আজ দিল্লিতে আমাদের দলের শক্তি কীভাবে আরও বাড়ানো যায়, সেই নিয়েই কথা হয়েছে।”

তবে এই বিষয়ে আপ বা কংগ্রেস, কোনও পক্ষেরই শীর্ষ মহল থেকে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, আগামী ১৯ ও ২০ আগস্ট আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় যাচ্ছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী
Rahul Gandhi: এবার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতেও প্রত্যাবর্তন রাহুলের! নাম মনোনয়ন লোকসভার স্পীকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in