অনন্ত কুমার হেগড়ে
অনন্ত কুমার হেগড়েছবি - সংগৃহীত

Lok Sabha Polls 24: সংবিধান বদলে দিতে ৪০০-র বেশি আসন প্রয়োজন - বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

People's Reporter: বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে বলেন, কংগ্রেস ক্ষমতার জোরে দেশের সংবিধানকে বিকৃত করেছিল। মূলত হিন্দু সম্প্রদায়কে দমিয়ে রাখতেই তারা ষড়যন্ত্র করেছিল।
Published on

লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের মন্তব্য ঘিরে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ জানান, ভারতেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্যই বিজেপির এই লোকসভায় লক্ষ্যমাত্রা হচ্ছে ৪০০ আসন।

আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত জনসভা থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে 'আপকি বার ৪০০ পার'। পশ্চিমবঙ্গে এসেও মোদী জানান, এনডিএ ৪০০ পার এবং বিজেপি একা ৩৭০টি আসন পার করবে।

এই আবহে বিজেপি সাংসদ অনন্ত কুমার বলেন - কংগ্রেস ক্ষমতার জোরে দেশের সংবিধানকে বিকৃত করেছে। মূলত হিন্দু সম্প্রদায়কে দমিয়ে রাখতেই তারা ষড়যন্ত্র করেছিল। হিন্দু ধর্মের যাতে ক্ষতি হয় সেটাই চেষ্টা করেছিল কংগ্রেস। তবে বর্তমানে যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাতে সংবিধান সংশোধন সম্ভব নয়।

তিনি আরও জানান, মোদী বলছেন আব কি বার ৪০০ পার। কিন্তু কেউ ভেবে দেখেছেন কেন বলছেন তিনি? লোকসভায় আমাদের দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে। কিন্তু রাজ্যসভায় সেই সমর্থন নেই। খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে। সংবিধান সংশোধন করতে হলে দুই কক্ষ মিলিয়ে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়।

বিজেপি সাংসদের মন্তব্যের পরই ড্যামেজ কন্ট্রোলে নামে কর্ণাটক বিজেপি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সংবিধান সম্পর্কে বিজেপি সাংসদ যা মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত। দল এই মন্তব্যকে সমর্থন করে না।

বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করেছে বিরোধী দলগুলিও। বিরোধীদের দাবি, বিজেপি এবং সংঘ পরিবারের মূল লক্ষ্যই হলো ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা। লাগাতার মানুষকে ভুল পথে পরিচালনা করছে। তবে মানুষ এই সমস্তকিছুর বিরুদ্ধে রায় দেবে লোকসভা নির্বাচনে।

অনন্ত কুমার হেগড়ে
তৃণমূলের প্রার্থী তালিকায় নেই নুসরত-অর্জুন! টিকিট পেলেন রচনা-ইউসুফ পাঠান, দেখে নিন সম্পূর্ণ তালিকা
অনন্ত কুমার হেগড়ে
Suresh Pachouri: লোকসভা ভোটের আগে ধাক্কা কংগ্রেস শিবিরে, বিজেপিতে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in