কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে প্রার্থী ঘোষণা করলো সিপিআই। তারপরই রাহুল গান্ধীকে অন্য আসন থেকে লড়ার বার্তা দিলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' মঞ্চে রয়েছে বাম ও কংগ্রেস। কিন্তু নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। কেরালাতে বামেদের মূল প্রতিপক্ষ কংগ্রেস। সেই রাজ্যে বিজেপি কার্যত নেই বললেই চলে। কেরালার ২০টি লোকসভা আসনের মধ্যে সিপিআইএম ১৫টি আসনে, সিপিআই ৪টি এবং তাদের আর এক জোটসঙ্গী কেরল কংগ্রেস মনি একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
ওয়েনাড় লোকসভা আসনে সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করা হয়েছে। যা নিয়ে কেরালা কংগ্রেসের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত বলেন, কংগ্রেস বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তারা। সিপিআই ওয়েনাড় আসন থেকে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। তাহলে রাহুল গান্ধীর উচিত সেই প্রার্থীকে সমর্থন করা এবং অন্য কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা।
তিনি আরও বলেন, অ্যানি মহিলা আন্দোলনের নেত্রী। কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই রাহুল গান্ধী ভেবে দেখুক তিনি কী করবেন।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ওয়েনাড় আসনটি জিতে আছে কংগ্রেস। ২০০৯ এবং ২০১৪ পর পর দু'বার জিতেছিলেন কংগ্রেস প্রার্থী এম আই শানাভাস। ২০১৯ সালে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। তিনি মোট ৬৪.৯৪ শতাংশ ভোট পেয়েছিলেন। মোট ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৩৬৭টি। সাড়ে ৪ লক্ষের বেশি ব্যবধানে জয় লাভ করেছিলেন রাহুল গান্ধী। হারিয়েছিলেন সিপিআই-র পি পি সুনীরকে।
সিপিআই-র বাকি তিন প্রার্থী হলেন, তিরুবনন্তপুরম থেকে পন্নিয়ন রবীন্দ্রন।ত্রিশূর থেকে ভি এস সুনীল কুমার এবং মাভেলিক্কারা থেকে প্রার্থী করা হয়েছে সি এ অরুণ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন