রাজস্থানের পর তেলেঙ্গানাতেও প্রার্থী ঘোষণা করলো সিপিআইএম। মরুরাজ্যের মতো এখানেও একলা চলো নীতি নিয়েছে দলটি। আগামী ৩০ নভেম্বর একদফায় তেলেঙ্গানার ১১৯টি আসনে নির্বাচন।
রবিবার তেলেঙ্গানার ১৪টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সিপিআইএম। এই ১৪ আসনের মধ্যে আদিবাসী সংরক্ষিত ৩টি, তফসিলি জাতি সংরক্ষিত ৩টি কেন্দ্র রয়েছে।
ভদ্রাদি জেলার ২ কেন্দ্র, খাম্মামের ৫ কেন্দ্রে, নালগোন্ডায় ২ কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিআইএম। এছাড়াও ইয়াদাদ্রি, জঙ্গম, রঙ্গারেড্ডি, সঙ্গারেড্ডি এবং হায়দরাবাদ জেলায় ১টি করে কেন্দ্রে প্রার্থী দিয়েছে। খাম্মাম জেলার পালেয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক টি বীরভদ্রম। প্রাক্তন বিধায়ক জে রঙ্গা রেড্ডি এবারও লড়াই করছেন নালগোন্ডা জেলার মিরিয়ালগুড়া কেন্দ্র থেকে।
তেলাঙ্গানায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সাথে দীর্ঘদিন আলোচনা চলছিল বামপন্থীদের। শুক্রবার তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডিও সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন সমঝোতা নিয়ে বামেদের সাথে আলোচনা চলছে তাঁদের। কিন্তু এখনও কোনও সমাধান সূত্র না মেলায় ১৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিআইএম। তেলাঙ্গানায় এখন ক্ষমতায় রয়েছে কে চন্দ্রশেখরের ভারত রাষ্ট্রীয় সমিতি।
এরআগে সোমবার রাজস্থানে ১৭ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম। দাতা রামগড় আসন থেকে লড়ছেন রাজস্থান সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা কৃষক আন্দোলনের নেতা অমরা রাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন