লোকসভা নির্বাচনের আগেই সিপিআইএম কেরালার ত্রিশূর জেলা কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আয়কর দপ্তরের নোটিশে সরগরম রাজনৈতিক মহল। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় সংস্থার এহেন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কমিশনকে দেওয়া চিঠিতে সীতারাম জানিয়েছেন, আয়কর দফতর সিপিআইএম ত্রিশূর জেলা কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে নোটিশ দিয়েছে। যদিও নির্বাচন কমিশনের কাছে এবং আয়কর দফতরের এই অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জমা করা আছে। তারপরেও এই ধরণে নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিপিআইএম আয়কর সংক্রান্ত কোনো তথ্য গোপন করে না। এমনকি নিজেদের ওয়েবসাইটেও আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করা হয়েছে। আয়কর দফতরও সিপিআইএম-র আয়কর নথি দেখে সাধুবাদ জানিয়েছিল। এর আগে এক মামলায় সুপ্রিম কোর্টে আয়কর দফতর জানিয়েছিল নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে না তারা। কিন্তু সেই কথা তারা রাখছে না।
পাশাপাশি ইয়েচুরি লেখেন, কেরালায় ক্ষমতায় রয়েছে সিপিআইএম। তাই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনে জিততে চাইছে। রাজনৈতিক ষড়যন্ত্র করছে বিজেপি। ওই আসনের বিজেপি প্রার্থীকে জেতানোর জন্যই এমন কাজ করা হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে গত ৭ এপ্রিল এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) সিপিআই(এম) সাধারণ সম্পাদক জানিয়েছেন - ত্রিশুর জেলা কমিটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে আয়কর দপ্তরের দেওয়া নোটিশ সম্পূর্ণ নিন্দনীয়। দেশব্যাপী দলীয় অ্যাকাউন্টের অংশ হিসাবে এই অ্যাকাউন্টের বিশদ বিবরণ ইতিমধ্যে আয়কর দপ্তর এবং নির্বাচন কমিশনের কাছে আইন অনুসারে জমা দেওয়া হয়েছে এবং দলীয় ওয়েবসাইটেও এই তথ্য দেওয়া হয়েছে।
ইয়েচুরি আরও লেখেন, সারা বছর এই বিষয়ে কোনও আপত্তি উত্থাপিত হয়নি। এই ঘটনা এমন সময় ঘটছে যখন কেরলে নির্বাচনী প্রক্রিয়া চলছে। আসলে সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ-এর বিরুদ্ধে মোদি সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে কাদা ছোঁড়া শুরু হয়েছে৷
আয়কর দফতররের পদক্ষেপ নিয়েও কমিশনকে লেখা চিঠিতে প্রশ্ন তুলেছেন সীতারাম। তিনি জানতে চেয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের নোটিশ পাঠানোর আগে নির্বাচনের কমিশনের কাছে আদৌ আয়কর দফতর অনুমতি নিয়েছিল কিনা। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আয়কর দফতর যাতে বন্ধ না করে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক।
অন্যদিকে আয়কর দফতরের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, আয়কর দফতরকে কাজে লাগিয়ে ত্রিশূরে সিপিআইএম-এর প্রচারকে আটকানো যাবো না। আমাদের দলকে মানুষ অর্থ দিয়ে সাহায্য করেন। এরা চাইছে এই ধরণের পদক্ষেপ গ্রহণ করে বিজেপি প্রার্থীকে জেতাবে। কিন্তু তা হবে না।
উল্লেখ্য, এর আগে ভোটের মুখে কংগ্রেসের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল আয়কর দফতর। এরপর কংগ্রেসকে ৩ হাজার কোটি টাকার বেশি জরিমানার নোটিশ পাঠায় কেন্দ্রীয় এই সংস্থা। যা নিয়ে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এই নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল লোকসভা নির্বাচন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবে না আয়কর দপ্তর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন