Md Salim: ‘কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন’, কল্যাণকে খোঁচা সেলিমের

People's Reporter: হাওড়ার সলপে শুক্রবার কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। সেখানে দাবি করা হয়েছে, কল্যাণ ব্যানার্জি এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে।
মহম্মদ সেলিম এবং কল্যাণ ব্যানার্জী
মহম্মদ সেলিম এবং কল্যাণ ব্যানার্জী ছবি - সংগৃহীত
Published on

শুক্রবার সকালে হাওড়ার বাঁকড়া এলাকাতে দীপ্সিতা ধরের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নির্বাচনী প্রচার থেকে বিজেপি তৃণমূলকে আক্রমণ করেন সেলিম। শ্রীরামপুরের বিদায়ী সাংসদকে খোঁচা দিয়ে সেলিম দাবি করেন, “কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন।“

কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে পড়া পোস্টার নিয়ে সেলিমের মন্তব্য, “তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। কারণ নাম কল্যাণ হলেও তিনি অকল্যাণমূলক কাজই করেছে শুধু। এজন্য অকল্যাণকে দূর করার জন্য বাম-কংগ্রেস নয়, এখানকার সাধারণ মানুষ নয়, তৃণমূলের লোকেরাও কল্যাণের উপর ব্যতিব্যস্ত। একজন সাংসদ হিসাবে শুধুমাত্র চোরদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জী সুপ্রিম কোর্টে যত কেস করেছে, তার উকিল ঠিক করার জন্য কমিশন খেয়েছে কল্যাণ।“

উল্লেখ্য, হাওড়ার সলপে শুক্রবার সকালে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। সেখানে দাবি করা হয়েছে, ২০২৪ আসন্ন লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে।

পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসাবে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সেলিম। তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কী করেছেন? তিনি শুধুমাত্র চোর জোচ্চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় সুপ্রিম কোর্টে যত মামলা লড়ছে, তার উকিল ঠিক করার কমিশন খেয়েছেন। এছাড়া আর কোনো কাজ করেন নি।“

এছাড়াও ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও কটাক্ষ করেন সেলিম। বলেন, “ইন্ডিয়া জোট গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে, তখন তৃণমূলের ভূমিকা কি শুধুই রাজ্যে মস্তানী করা। গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হতে দেখে দিদিও বোখলা গেয়া। যে সিএএ সহ একাধিক ইস্যুকে বিরোধিতা করেছিল। এখন সেগুলো সমর্থন করছেন। ইন্ডিয়া জোট হবে না বলা দিদি এখন বলছেন এই জোটকে বাইরে থেকে সমর্থন দেবো।“

পাশাপাশি সেলিম দাবি করেন তৃণমূলে যারা চুরি, তোলাবাজির সমর্থন করেন না বামেদের সমর্থন করবে।

মহম্মদ সেলিম এবং কল্যাণ ব্যানার্জী
Lok Sabha Polls 24: 'কল্যাণ ব্যানার্জী ১ লক্ষ ভোটে হারবে', 'তৃণমূলের' পোষ্টার নিয়ে বিতর্ক শুরু
মহম্মদ সেলিম এবং কল্যাণ ব্যানার্জী
Kunal Ghosh: উলটপুরাণ! ভোট চলাকালীন বামেদের ঢালাও প্রশংসায় কুণাল ঘোষ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in