ভারতীয় রাজনীতিতে হারানো জমি ফিরে পাবে সিপিআইএম! গত লোকসভা ভোটের নিরিখে লোকসভাতে মাত্র ৩ জন সিপিআইএম সাংসদ ছিলেন। ২ জন তামিলনাড়ু থেকে এবং ১ জন কেরালা থেকে। তবে ২০২৪-র নির্বাচনে ফলাফলে বাড়তি অক্সিজেন পেতে পারে সিপিআইএম। একাধিক রিপোর্টে জানা যাচ্ছে সিপিআইএম ১০-র অধিক সাংসদ পাঠাতে পারে সংসদে।
কেরালাতে গত নির্বাচনে সিপিআইএম পেয়েছিল একটি আসন। আলপ্পুঝা আসনটি জিতেছিল সিপিআইএম। বাকি ১৯টি আসনই যায় কংগ্রেসের ঝুলিতে। কেরালাতে ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সিপিআইএম কেরল রাজ্য নেতৃত্বের অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে ২০২৪ লোকসভাতে সেখান থেকে কমপক্ষে ৭টি এবং সর্বাধিক ১৫টি আসন পেতে পারে সিপিআইএম। কারণ রাহুল গান্ধীর পিনারাই বিজয়নকে আক্রমণ ভালো ভাবে নেননি কেরালার মানুষ। বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের ওপর ক্ষুব্ধ রয়েছেন সাধারণ মানুষ। সেই ভোটগুলি সিপিআইএম-র দিকে ফিরবে বলে মনে করছেন নেতৃত্ব।
জেলা কমিটিগুলি থেকে রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে, তিরুবনন্তপুরম, কোল্লাম, এর্নাকুলাম, পোন্নানি, মালাপ্পুরম এবং ওয়ানাড - এই আসনগুলি কংগ্রেসের পক্ষে যাবে এবং বাকি আসনগুলিতে এলডিএফ জয়ী হবে।
অন্যদিকে তামিলনাড়ু থেকেও দুটি আসন সিপিআইএম জিতবে বলেই আশাবাদী। কারণ ডিএমকে ও কংগ্রেসের সমর্থন পাওয়ায় জয়ের ব্যাপারে নিশ্চিত রয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকরা।
অন্যদিকে রাজস্থানের একটি আসনও কার্যত নিশ্চিত করেছে সিপিআইএম। আসনটি হলো সিকর। সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিপিআইএম রাজস্থানের সম্পাদক অমরা রাম। কৃষক নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অমরা রামের। ফলে ওই আসন জেতার জন্য আশাবাদী সিপিআইএম। বিহারেও আসন জয়ে আশাবাদী সিপিআইএম-র কেন্দ্রীয় নেতৃত্ব।
স্বাভাবিকভাবে এই তালিকায় পশ্চিমবঙ্গ নেই। কারণ এখানে ৪২ আসনের মধ্যে মাত্র ৬টি আসনে ভোট হয়েছে এখনও পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গ থেকে দুটি আসনের দিকে বিশেষ নজর রয়েছে নেতৃত্বের। মুর্শিদাবাদ ও দমদম। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দমদম কেন্দ্রে লড়ছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এই দুই আসন জিতলে রাজ্যেও শূন্যের গেরো কাটবে সিপিআইএম-র।
সিপিআইএম রাজ্য নেতৃত্ব জানাচ্ছে, কংগ্রেসের সাথে জোট হওয়ায় ফলাফল আরও ভালো হবে। আমাদের ভালো ভালো প্রার্থী দেওয়া হয়েছে। মানুষের উচিত তাঁদেরকে জয়ী করে সংসদে পাঠানো। বাংলার আরও উন্নয়নের জন্য জেতানো দরকার তাঁদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন