রাত পোহালেই শেষ দফায় নির্বাচন। তার একদিন আগে ফের উত্তপ্ত যাদবপুর কেন্দ্রের অন্তর্গত গাঙ্গুলিবাগান এলাকা। সিপিআইএম এজেন্টের ফর্ম কেড়ে নেওয়া এবং সিপিআইএম কর্মীর স্বামীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় আক্রান্ত তিনজন। অভিযোগ পেয়ে এলাকায় পৌঁছান যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
ঘটনাটি ঘটেছে গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লীতে। এই ঘটনায় আক্রান্ত তিনজন বাম কর্মী। ঘটনায় বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ তোলেন পুলিশের গাফিলতির বিরুদ্ধে। তিনি জানান, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অতিষ্ট হয়ে পাড়ার লোকজন বাইরে রেরিয়ে এসেছে।
সৃজন জানান, তিনটি ঘটনা ঘটেছে। অজিত সেন, শান্তি সাহা, প্রণব দাস এবং উত্তম বাবু সহ মহিলাদের ভয় দেখানো হচ্ছে। গালিগালাজ করা হচ্ছে। ভোট যাতে না দেয়, সেকারণেই এই ধরণের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ জানান সৃজন।
সৃজনের হুঁশিয়ারি, ওরা এটা করতে পারবে না। ভোট হবেই। আর ভালো করেই ভোট হবে। এই ঘটনার জন্য সৃজন সরাসরি দায়ী করছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। ভোট হলে হারবে সেটা জেনেই এই সব করছে।
এই ঘটনায় আক্রান্ত এক প্রবীণ ব্যক্তি জানান, “আমার সাথে তর্ক-বিতর্ক কিছু হয়নি। বাজার করে আসার সময় আমাকে বাইকের হ্যান্ডেল দিয়ে ধাক্কা মারে। তৃণমূলের ছেলে করেছে। পরে দোকান থেকে বাড়ি যাওয়ার সময় চায়ের দোকানে ফেলে আমাকে মারে। যে মেরেছে তার নাম ভাট বাবাই। পাশের পাড়াতে থাকে। তৃণমূলের কর্মী।“
উল্লেখ্য, এর আগে সোমবার গাঙ্গুলিবাগান ১০১ নম্বর ওয়ার্ডে মঙ্গলাচরণ চক্রবর্তী নামে এক সিপিআইএম কর্মীকে মারধর করা হয়। তিনি পার্টি অফিসে ছিলেন। পরে রাতে পার্টি অফিস বন্ধ করে খাবার কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। এছাড়াও তাকে বাঁচাতে গিয়ে ৭২ বছর বয়সি এক মহিলা এবং ১৫ বছর বয়সি এক কিশোরী আহত হয়েছিল বলে জানা যায়।
সিপিআইএমের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী। মঙ্গলাচরণকে পোলিং এজেন্ট হিসেবে বসার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি যাতে পোলিং এজেন্ট হিসেবে না বসেন তার জন্য হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। কিন্তু, তাতে আপত্তি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন