পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুললেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এই নিয়ে পুলিশের যুক্তি, ১৪৪ ধারা জারি আছে, তাই জমায়েত করা যাবে না। এর জেরে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বাম প্রার্থীর ও তাঁর সাথে থাকা কর্মীদের। পুলিশ অবশ্য বাম প্রার্থী ও বাম কর্মীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ভবানীপুর এলাকায় বাম কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম। সায়রার অভিযোগ, প্রচার করতে করতে হরিশ মুখার্জি রোডে ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। জানায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। এই নিয়ে কালীঘাটের পুলিশের সঙ্গে বচসায় জড়ান বাম কর্মী সমর্থকেরা।
এই বিষয়ে বাম প্রার্থী সায়রা জানায়, “পুলিশ ভয় পাচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এটা কি কাশ্মীর? এটা বাংলা। কিসের জন্য এখানে ১৪৪ ধারা?” ঘটনাচক্রে ওই এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের করবে বলেও জানান সায়রা।
যদিও বাম প্রার্থী ও কর্মী সমর্থকদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশের এক উচ্চ পদস্থ কর্মী জানান, দেশজুড়ে চালু হয়েছে আদর্শ আচরণ বিধি। সেকারণে কোনো প্রার্থীকে প্রচারে বেরোনোর আগে তাঁকে সুনির্দিষ্ট পোর্টালে ঢুকে আবেদন করতে হয়। আর ওই নির্দিষ্ট জায়গায় প্রচারের অনুমতি ছিল না বাম প্রার্থীর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন