CVoter Survey: সংখ্যাগরিষ্ঠের মতে বিজেপি বিরোধী মঞ্চের 'I-N-D-I-A' নামকরণ সঠিক - জানাচ্ছে সমীক্ষা

CVoter সমীক্ষার সময় উত্তরদাতাদের কাছে প্রশ্ন করা হয় যে: বিরোধীদের মঞ্চের নাম INDIA করার সিদ্ধান্ত ঠিক নাকি ভুল? সামগ্রিকভাবে, ৪৮.৬ শতাংশ উত্তরদাতা বলেছেন যে এটি সঠিক সিদ্ধান্ত।
বিরোধী জোটের বৈঠক
বিরোধী জোটের বৈঠকছবি আইএনসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এনডিএ তথা বিজেপি বিরোধী ২৬ দলের মঞ্চের নাম ‘ইন্ডিয়া’ রাখা সঠিক হয়েছে বলে মনে করছেন অধিকাংশ মানুষ। CVoter পরিচালিত এক জনমত সমীক্ষায় অংশগ্রহণকারীরা এই মতামত দিয়েছেন। তাঁদের মতে ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৬ দলের মঞ্চকে ‘ইন্ডিয়া’ নাম দিয়ে ব্র্যান্ডিং করা সঠিক হয়েছে।

CVoter সমীক্ষার সময় উত্তরদাতাদের কাছে প্রশ্ন করা হয় যে: বিরোধীদের মঞ্চের নাম INDIA করার সিদ্ধান্ত ঠিক নাকি ভুল? সামগ্রিকভাবে, ৪৮.৬ শতাংশ উত্তরদাতা বলেছেন যে এটি সঠিক সিদ্ধান্ত এবং ৩৮.৮ শতাংশ উত্তরদাতা বলেছেন এটি একটি ভুল সিদ্ধান্ত। এই সমীক্ষায় অংশ নিয়েছেন ২,৬৬৪ জন।

উত্তরদাতাদের মধ্যে যারা বিরোধী দলকে সমর্থন করে এবং যারা এনডিএ-কে সমর্থন করেন তাদের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। যারা বিরোধী দলকে সমর্থন করে, তাদের পাঁচজনের মধ্যে তিনজন উত্তরদাতা বলেছেন যে এই নামকরণ সঠিক সিদ্ধান্ত।

যদিও উল্লেখযোগ্যভাবে, বিরোধী দলগুলিকে সমর্থনকারী প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন এটি একটি ভুল সিদ্ধান্ত।

সংখ্যাগরিষ্ঠ (৫৩ শতাংশ) এনডিএ সমর্থক বলেছেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-র বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ঐক্যবদ্ধ জোট গঠনের লক্ষ্যে বিরোধী দল এবং নেতৃত্ব কয়েক মাস ধরে আলোচনা করছে। এই বিরোধী দলগুলির মধ্যে অনেকগুলি দলই কিছু রাজ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই আলোচনা দীর্ঘ সময় ধরে চলেছে।

উদাহরণ স্বরূপ, দিল্লির পাশাপাশি পাঞ্জাবে আপ এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বী। একইভাবে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট হিসাবে লড়াই করার সময় কংগ্রেস এবং বাম দলগুলি প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে কেরালায় বাম দলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস।

ঐক্যবদ্ধ বিরোধীদের প্রথম বৈঠক হয় পাটনায়। এরপর গত ১৮ জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠক থেকেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মঞ্চের নাম দেওয়া হয় ‘ইন্ডিয়া’।

সম্মিলিত বিরোধীদের তৃতীয় বৈঠকের আয়োজন করা হয়েছে মুম্বাইয়ে। বিরোধী দলগুলির প্রাথমিক লক্ষ্য হল প্রায় ৪০০টি লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে একজন সম্মিলিত বিরোধী প্রার্থী দাঁড় করানো।

বিরোধী জোটের বৈঠক
Manipur: CVoter সমীক্ষা - ৬০% মানুষ পদত্যাগ চান মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পক্ষে ৮০%
বিরোধী জোটের বৈঠক
MP Assembly Polls 23: হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও বিজেপির, কিংমেকার বিএসপি: CVoter Survey

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in