ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর মঙ্গলবার ঘোষিত হতে চলেছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম। আগামীকাল সকাল ১১টায় রাজস্থানের দলীয় অফিসে বিজেপি বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। বিজেপির পক্ষ থেকে তিন পর্যবেক্ষক - প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সরোজ পান্ডে এবং বিনোদ তাওড়ে আজ রাতেই জয়পুর পৌঁছে যাবেন।
অন্যদিকে বিজেপির বিশিষ্ট বিধায়ক কালীচরণ শরাফ, প্রতাপ সিং সিংভী, বাবু সিং রাঠোর, যশবন্ত যাদব এবং প্রাক্তন বিধায়ক অশোক পরনামি, রাজপাল সিং শেখাওয়াত, প্রহ্লাদ গুঞ্জল এদিনই বৈঠকে বসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝালরপাটানের বিধায়ক বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সঙ্গে।
সূত্র অনুসারে, প্রথমে প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করা হবে এবং এই বৈঠকের শেষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হবে।
যদিও তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং-কে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। একইভাবে ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংকেও এবার মুখ্যমন্ত্রী করা হয়নি।
এই দুই রাজ্যের গতিপ্রকৃতি অনুসারে মুখ্যমন্ত্রী হিসেবে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার আবার পদ ফিরে পাওয়া কিছুটা অসম্ভব। কারণ এই দুই রাজ্যের ঘটনাক্রম থেকে অনুমান করা যায় বিজেপি শীর্ষ রাজস্থানের ক্ষেত্রেও নতুন কোনও মুখেই সম্ভবত আস্থা রাখতে চলেছেন। যে তালিকায় আছে দিয়া কুমারী সহ একাধিক নাম।
গত ৩ ডিসেম্বরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এই তিন রাজ্যেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব এবং ছত্তিশগড়ে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই।।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন