বিভিন্ন এক্সিট পোল অনুযায়ী কর্ণাটকে (Karnataka) ক্ষমতা দখলে ‘কিং মেকারে’র ভূমিকা পালন করবে জনতা দল সেকুলার বা JD(S)। এই নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে এইচডি কুমারস্বামীর দল।
বৃহস্পতিবার, এনডিটিভি (NDTV)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি(এস) মুখপাত্র তানভীর আহমেদ (Tanveer Ahmed) বলেন, ‘কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। যখন সঠিক সময় আসবে, তখন আমরা জনগণকে জানিয়ে দেব।’
অন্যদিকে, জেডি(এস)-র সঙ্গে এই যোগাযোগ করার কথা অস্বীকার করেছে বিজেপি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি নেত্রী শোভা করন্ডলাজে বলেন, ‘জোট বাধার কোনও প্রশ্নই আসে না। বিজেপি কখনওই জেডিএসের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা নিশ্চিত যে কমপক্ষে ১২০টি আসনে জয়ী হব। কার্যকর্তাদের সঙ্গে কথা বলেই এই সংখ্যা জানতে পেরেছি আমরা।’
বিজেপির এই অস্বীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জেডি(এস) পুনরাবৃত্তি করে জানিয়েছে, সরকার গঠনের বিষয়ে পৌঁছেছে দল।
জেডি(এস) নেতা তানভীর বলেন, ‘হ্যাঁ, উভয়েই (বিজেপি ও কংগ্রেস) আমাদের কাছে আসার চেষ্টা করেছে...। জেডি(এস) আজ এমন এক জায়গায় আছে যে, সব দলই আমাদের কাছে পৌঁছতে চায়।’
তিনি বলেন, 'কর্ণাটকের জনগণ চাইছে, রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা যেন দুই জাতীয় দলের উপরে আমরা নজর রাখি। আর, কর্ণাটকের উন্নয়নে একটি আঞ্চলিক দল কাজ করতে পারবে না, এমন কোনও কারণ আছে বলেও আমি মনে করি না।'
তাহলে, সরকার গড়ার সময় কোন দলের সঙ্গে হাত মেলাবেন কুমার স্বামীর দল? জবাবে তানভীর বলেন, 'যারা কর্ণাটক ও কন্নড়ীদের উন্নতির জন্য কাজ করতে যাচ্ছেন তাঁদের সাথে।'
শারীরিক অসুস্থতার কারণে ভোট পর্ব মিটতেই সিঙ্গাপুরে গিয়েছেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী। তবে, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগেই তিনি রাজ্যে ফিরে আসবেন বলে দলীয় সূত্রে খবর। তার আগেই শুরু হয়ে গিয়েছে 'ক্ষমতা দখলের' লড়াইয়ে ‘কিং মেকারে’র ভূমিকা নেওয়ার চেষ্টা।
আগামীকাল, শনিবার প্রকাশিত হবে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে দেখা গিয়েছে, কর্ণাটকে এবার পালা বদল হতে পারে। বিজেপি-কে হারিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। তবে শাসক ও বিরোধী দলের মধ্য়ে আসন সংখ্যার ব্য়বধান খুব বেশি না থাকারই সম্ভাবনা। এ ক্ষেত্রে ‘কিংমেকারে’র ভূমিকা নিতে পারে তৃতীয় স্থানে থাকা কুমারাস্বামীর দল JD(S)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন