UP: ক্ষমতা ধরে রাখতে মরিয়া! কার্যত অস্তিত্বহীন ছোট দলগুলোর সাথেও হাত মেলালো BJP

স্বতন্ত্র সিং জানিয়েছেন, "বিজেপির কাছে কোনো দলই ছোট বা বড় নয়। আমরা সকলকেই আমাদের আশ্রয়ে স্বাগত জানাচ্ছি। বড় কিছুর লক্ষ‍্যে নিজেদের অবদান রাখার জন্য"
UP: ক্ষমতা ধরে রাখতে মরিয়া! কার্যত অস্তিত্বহীন ছোট দলগুলোর সাথেও হাত মেলালো BJP
ছবি সৌজন্যে নিউজ মিনিট
Published on

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। ক্ষমতা বৃদ্ধির কোনো সুযোগ হাতছাড়া করছে না তারা। ছোট থেকে অত‍্যন্ত ছোট দলগুলোর সাথে হাত মেলাচ্ছে তারা। এমনকি বর্তমানে রাজ্যের রাজনীতিতে যাদের কোনো অস্তিত্ব নেই, কেবল খাতায় কলমে দলটি রয়েছে, তাদের সাথেও হাত মেলাচ্ছে বিজেপি।

বুধবার এক প্রেস কনফারেন্সে রাজ‍্য বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং নিজেই জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি দলের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলগুলোর নামও জানিয়েছেন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে - আপনা দল বি, মানব সমাজ পার্টি, শোষিত সমাজ পার্টি, পৃথ্বীরাজ জনশক্তি পার্টি, ভারতীয় সুহেলদেব জনতা পার্টি, মুসাহার আন্দোলন মঞ্চ, গরীব পার্টি, ভারতীয় সমতা সমাজ পার্টি এবং প্রগতিশীল সমাজ পার্টি।

স্বতন্ত্র সিং জানিয়েছেন, "বিজেপির কাছে কোনো দলই ছোট বা বড় নয়। আমরা সকলকেই আমাদের আশ্রয়ে স্বাগত জানাচ্ছি। বড় কিছুর লক্ষ‍্যে নিজেদের অবদান রাখার জন্য"

ঘটনাচক্রে, যেদিন এই ছোট ছোট দলগুলোর সাথে বিজেপি তাদের জোটের ঘোষণা করছে, সেদিনই বিজেপির প্রাক্তন জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP) প্রধান ওম প্রকাশ রাজভর মৌ জেলায় একটি বিশাল সমাবেশ করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। আসন্ন নির্বাচনে SBSP সমাজবাদী পার্টির সাথে জোট করেছে। ইতিমধ্যেই সেই জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে। এদিনের সভাতে রাজভরের সাথে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও উপস্থিত ছিলেন।

-WITH IANS Inputs

UP: ক্ষমতা ধরে রাখতে মরিয়া! কার্যত অস্তিত্বহীন ছোট দলগুলোর সাথেও হাত মেলালো BJP
Uttarpradesh: ক্ষমতা ধরে রাখলেও প্রায় ৬৬টি আসন হারাতে পারে BJP - জনমত সমীক্ষা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in