আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ইস্তেহার প্রকাশ করেন। মোদী সরকারকে টেক্কা দিতে একাধিক নতুন চমক রয়েছে এই ইস্তেহার পত্রে। পাশাপাশি এদিনই লোকসভা নির্বাচনের জন্য দলের তরফে ২১ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ডিএমকে।
ডিএমকে-র ইস্তেহার পত্রে শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্ব দেওয়া থেকে শুরু করে সিএএ বাতিল, মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা, পেট্রোল-ডিজেলের দাম কমানো সহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে।
এক নজরে ডিএমকের ইস্তেহার পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি –
· পুদুচেরিকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
· NEET বাতিল করা হবে।
· জাতীয় শিক্ষানীতি বাতিল করা হবে।
· মহিলাদের জন্য ৩৩শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকর করা হবে।
· সরকার দেশের সব স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার প্রকল্প বাস্তবায়ন করবে।
· নাগরিকত্ব সংশোধনী আইন (CAA-2019) বাতিল করা হবে।
· কলেজের পড়ুয়ারা প্রতি মাসে এক জিবি ডেটা সহ একটি বিনামূল্যের সিম কার্ড পাবেন।
· সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ শতাংশ সংরক্ষণ।
· ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বিধান বাতিল করা হবে।
· ভারতে বসবাসরত শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্ব দেওয়া হবে।
· ভারত জুড়ে সমস্ত মহিলাদের জন্য এক হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।
· এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা। পেট্রোল ৭৫ টাকা এবং ডিজেলের দাম কমিয়ে ৬৫ টাকা করা হবে।
· শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ মুকুব করা হবে।
· জাতীয় সড়কে টোল বুথ সম্পূর্ণ অপসারণ করা হবে।
· বিভক্ত জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা হবে।
· চেন্নাইয়ে সুপ্রিম কোর্টের একটি শাখা থাকবে।
চেন্নাইতে এদিনের নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে স্ট্যালিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাংসদ তথা এম কে স্টালিনের বোন কানিমোঝি এবং অন্যান্য দলের নেতারাও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন