Goa: কলকাতা যাবেন না, ওখানে খুব সন্ত্রাস - রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

সাওয়ান্তের অভিযোগ, "প্রতিদিন ৫০০ লোক কলকাতা থেকে গোয়া আসছে। তাঁদের প্রতিদিন ৫০০ করে টাকা দেওয়া হয়। তাঁদের এখানে একমাত্র কাজ লোকদের তৃণমূলকে ভোট দেওয়ার কথা বোঝানো।"
প্রমোদ সাওয়ান্ত
প্রমোদ সাওয়ান্তফাইল ছবি সংগৃহীত
Published on

গোয়াবাসীকে কলকাতা ভ্রমণ করতে নিষেধ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর কথায়, কলকাতায় খুব সন্ত্রাস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে একথা বলেছেন তিনি।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রবি নায়েক মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর যোগদানের অনুষ্ঠানে প্রমোদ সাওয়ান্ত বলেন, "অনেকেই বাইরে থেকে এখানে এসে মিথ‍্যে কথা বলছেন। আমাদের লোকেরা দিল্লি ভ্রমণ করেন না। কলকাতায় যাওয়ারও চেষ্টা করেন না। সত‍্যি কথা বলতে কলকাতায় যাওয়ার সাহস নেই তাঁদের। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর সেখানে কী হয়েছে আপনারা জানেন? আমরা কি গোয়াতে এই ধরণের সন্ত্রাস চাই?"

সম্প্রতি গোয়ার এক তৃণমূল নেতা কিরণ কান্দোলকর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে গোয়ান দেবি শান্তাদূর্গার সাথে তুলনা করেছেন। সেই প্রসঙ্গ তুলে সাওয়ান্ত বলেন, "কিছু লোক দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তাদূর্গার চেয়েও বড়। তাঁরা কি বোধবুদ্ধি হারিয়ে ফেলেছেন? তাঁরা কি ভুলে গেছেন যে তাঁরা দেবীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছেন?"

সাওয়ান্তের অভিযোগ, রাজ‍্যে দলের প্রচারের জন্য টাকা দিয়ে প্রতিদিন কলকাতা থেকে কয়েকশ‌ লোককে আনছে তৃণমূল। তিনি বলেন, "প্রতিদিন ৫০০ লোক কলকাতা থেকে গোয়া আসছে। তাঁদের প্রতিদিন ৫০০ করে টাকা দেওয়া হয়। তাঁদের এখানে একমাত্র কাজ লোকদের তৃণমূলকে ভোট দেওয়ার কথা বোঝানো। গোয়াকে গোয়ানদের জন‍্যই রাখতে হবে, বহিরাগতরা জন্য নয়।"

প্রসঙ্গত, আগামী বছরের শুরুর দিকে গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রথম গোয়ায় নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। সম্প্রতি জনসংযোগ বাড়াতে গোয়া সফরও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

-With IANS Inputs

প্রমোদ সাওয়ান্ত
BJP: UPSC-তে ১৯ র‍্যাঙ্ক করেছিলাম - দাবি করে চূড়ান্ত ট্রোলড সম্বিত পাত্র, বাধ্য হয়ে দিলেন 'সাফাই'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in