সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে গিয়ে ছত্তিশগড়ের একমাত্র মুসলিম মন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করায় নোটিশ ধরানো হয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
গত ১৮ অক্টোবর ছত্তিশগড়ের কাওয়াধায় একটি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের একমাত্র মুসলিম মন্ত্রী মহম্মদ আকবরের নামে বিতর্কিত মন্তব্য করেন শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আকবরকে ফেরত না পাঠালে ‘কৌশল্যা মায়ের ভূমি অপবিত্র’ হয়ে যাবে। তাঁর বক্তব্য, “একটা আকবর কোথাও এলে তাঁর সঙ্গে আরও ১০০ জন আকবরকে ডেকে আনে। তাই এই আকবরকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানো হোক।”
উল্লেখ্য, হিন্দু মহাকাব্য রামায়ণের একটি চরিত্র কৌশল্যা, যিনি রামের মা এবং রাজা দশরথের প্রধান রানী। অনেকেই আধুনিক ছত্তিশগড়কে কৌশল্যার বাসস্থান হিসেবে মনে করেন।
বিশ্ব শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল তারা। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন শর্মার নামে একটি শো-কজ নোটিশ জারি করেছে। ৩০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে তাঁকে এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি নোটিশে কমিশন কোড অফ কন্ডাক্টের নিয়ম কথাও মনে করিয়ে দিয়েছে। এমন কোনও মন্তব্য যেন করা না হয় যা কোনও জাতি, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উত্তেজনা ও মতভেদ বাড়িয়ে তোলে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন