পাঞ্জাব, কেরালা এবং উত্তরপ্রদেশের ১৪টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন পরিবর্তন করল নির্বাচন কমিশন। তবে ফলাফল ঘোষণার দিন অপরিবর্তিত রয়েছে।
সোমবার ওই ১৪ আসনের ভোটগ্রহণের দিন পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ নভেম্বর ভোটগ্রহণে আপত্তি জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। ওই দিন এই সমস্ত জায়গায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। ফলে অনেকেরই অসুবিধা হতে পারে। ভোটের হারও কমতে পারে। সবদিক বিবেচনা করে ১৪ আসনে উপনির্বাচনের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।
কেরালা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ১৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে কেরালার ১টি আসন, পাঞ্জাবের ৪টি আসন এবং উত্তরপ্রদেশের ৯টি আসন রয়েছে। এই সবক'টি কেন্দ্রে ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর ভোটগ্রহণ করা হবে বলেই জানিয়ে দিয়েছে কমিশন।
কেরালার পালাক্কড়, পাঞ্জাবের ডেরা বাবা নানক, ছাব্বেওয়াল, গিদ্দেরবাহা এবং বর্নালা আসন, উত্তরপ্রদেশের মীরাপুর, কুন্ডার্কি, গাজিয়াবাদ, খৈর, করহাল, সিশামৌ, ফুলপুর, কাটেহারি এবং মাঝাওয়ান আসনের ভোটগ্রহণের দিন বদল করা হয়েছে। ভোট গ্রহণের দিন বদল হলেও গণনার দিন অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচন হবে দেশের ৪৮ বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল - কেরলের ওয়াইনাড এবং মহারাষ্ট্রের নান্দেড়। ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন