লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগ ওঠে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। অভিজিতের সেই মন্তব্যের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২০ মের মধ্যে প্রাক্তন বিচারপতিকে তাঁর মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করল কমিশন।
বুধবার হলদিয়ার চৈতন্যপুরে অভিজিৎ গাঙ্গুলির নির্বাচনী প্রচার সভার একটি ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। সেখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, “তৃণমূল বলছে রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকার বিনিময়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে তার চাকরী হয়। কেউ ১০ লক্ষ টাকা দিলে তার রেশন হয়। কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকাপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা হয়? একজন মহিলা হয়ে একজন মহিলা সম্পর্কে তিনি একথা বলেন কি করে? উনি আদৌ মহিলা কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে।”
অভিজিতের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কড়া নিন্দা শুরু করে তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘নারীবিরোধী’ মন্তব্য করার অভিযোগ তোলে তৃণমূল। পরবর্তীতে অভিজিতের সেই মন্তব্যের ইংরেজি তর্জমা করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে রাজ্যের শাসক দল। শুক্রবার সেই অভিযোগের জবাব দেয় কমিশন। অভিজিতের মন্তব্যের প্রেক্ষিতে কমিশন জানায়, এটা শুধু রুচিহীনতার পরিচয় নয়, আদর্শ আচরণবিধি ভঙ্গ করা।
এই ঘটনার জেরে কমিশনের পক্ষ থেকে অভিজিতকে শোকজ করা হয়েছে। আগামী ২০ মে বিকাল ৫ টার মধ্যে এই মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কমিশন। যদি সময়ের মধ্যে প্রাক্তন বিচারপতি জবাব না দেন, তাহলে কমিশন ধরে নেবে অভিজিতের এই ব্যাপারে কোনো মন্তব্য নেই এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের জন্য যথাযথ পদক্ষেপ নেবে কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন