তৃতীয় ও চতুর্থ দফা ভোটে বাড়তি নজর বাংলায়। কমিশনের পাখির চোখ মুর্শিদাবাদ। আর সেকারণে প্রশাসনকে মুর্শিদাবাদে বাড়তি নজরদারি দিতে নির্দেশ দিয়েছে কমিশন বলে জানা গেছে। পাশাপাশি, ওই দফায় মুর্শিদাবাদে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলেও জানা গেছে।
আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও দক্ষিণে। তার আগে বুধবার খড়গ্রামে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, মুর্শিদাবাদে শুরু হয়েছে কমিশনের বাড়তি নজরদারি। অতীতে নির্বাচনের সময় মুর্শিদাবাদ-মালদাতে যে সমস্ত এলাকায় অশান্তি ঘটেছিল, সেখানে বাড়তি নজর রাখা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোট নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ সাধারণ পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
কমিশন সূত্রে খবর, তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১৯০ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় ১১৪, জঙ্গিপুর পুলিশ জেলায় ৬৪, কৃষ্ণনগর পুলিশ জেলায় ১২ কোম্পানি বাহিনী থাকবে। এছাড়া মালদহে উত্তর ও দক্ষিণ আসন মিলিয়ে থাকবে ১৪৪ কোম্পানি বাহিনী।
১৩ মে চতুর্থ দফার ভোটে থাকবে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে ৮ লোকসভায় থাকবে ৫৭৮ কোম্পানি। এবং ১৪৮ টি কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন