ছত্তিশগড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এক অনলাইন বেটিং সংস্থার পক্ষ থেকে বাঘেলকে ৫০৮ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত বেটিং কেলেঙ্কারিতে ধৃত এক ‘দালাল’-এর মৌখিক বয়ানের উপর ভিত্তিতেই এই অভিযোগ তুলেছে ইডি।
দীর্ঘদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ করেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। এমনকি ইডি, সিবিআই ও আয়কর দফতরকে বিজেপির ‘প্রথম সারির যোদ্ধা’ হিসেবেও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। এর আগেও বিভিন্ন প্রয়োজনে বাংলা, রাজস্থান, তামিলনাড়ু-সহ অ-বিজেপিশাসিত রাজ্যগুলির শাসকদলকে চাপে ফেলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘ব্যবহার’ করা হয়েছে। এবার ছত্তিশগড়েও একই পন্থা নিয়েছে গেরুয়া শিবির বলে অভিযোগ কংগ্রেসের। মঙ্গলবার ছত্তিসগড়ে ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে এবার সে রাজ্যে সরকার গড়তে মরিয়া মোদী-শাহ জুটি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বারবার সে রাজ্যে গিয়ে প্রচারে ঝড় তুলেছেন তাঁরা। এবার প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগে মুখ্যমন্ত্রী বাঘেলের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ তুলল ইডি।
শুক্রবার ইডি জানিয়েছে, মহাদেব বেটিং অ্যাপের আর্থিক দুর্নীতি মামলায় নগদ ৫.৩৯ কোটি টাকা সমেত অসীম দাস নামের যে ‘দালাল’কে গ্রেফতার করা হয়েছে, জেরার মুখে তিনি স্বীকার করেছেন, অ্যাপ কর্তৃপক্ষের তরফে বাঘেলকে দফায় দফায় মোট ৫০৮ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইডির সুপারিশ মেনে মহাদেব অ্যাপ-সহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ এবং ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র।
প্রসঙ্গত, ওই মহাদেব বেটিং অ্যাপ ও তার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই গত কয়েকমাস ধরে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা ইডি। সংস্থার অভিযোগ, গ্রেফতার অসীম দাসের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করে তাকে পাঠানো জনৈক শুভম সোনির ই-মেল খতিয়ে দেখে ভূপেশ বাঘেলকে ঘুষ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। মহাদেব বেটিং অ্যাপের তরফে বাঘেলকে এখনও পর্যন্ত মোট ৫০৮ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে।” তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তদন্তও শুরু করেনি ইডি।
এই নিয়ে কংগ্রেসের পাল্টা অভিযোগ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নামে এই ‘ভুয়ো’ অভিযোগটি হাওয়ায় ভাসিয়ে ভোটের ঠিক আগে ছত্তিশগড় কংগ্রেসকে চাপে ফেলতে চায় বিজেপি।
ভূপেশ বঘেল সমাজমাধ্যমে লেখেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাহায্যে ভোটে জিততে চাইছে বিজেপি।”
কংগ্রেস মুখপাত্র পবন খেরা এই নিয়ে জানিয়েছেন, “অ-বিজেপিশাসিত রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দলের ‘প্রথমসারির যোদ্ধা’ হিসেবে ব্যবহার করে বিজেপি বিরোধী নেতা-মন্ত্রীদের হুমকি দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন