স্বেচ্ছা অবসর নিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর সিং। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি, তাই VRS (Voluntary Retirement Scheme) নিয়েছেন।
অনেক আগে থেকেই বিজেপির তরফ থেকে লখনৌতে পোস্টিং রাজেশ্বর সিংকে নির্বাচনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বছরের আগস্ট মাসেই VRS-এর জন্য আবেদন করেছিলেন তিনি। শনিবার তা গৃহীত হয়েছে। গাজিয়াবাদের শাহিদাবাদ কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে পারেন তিনি বলে শোনা গেছে।
বি.টেক ডিগ্রিধারী রাজেশ্বর সিং উত্তরপ্রদেশের ১৯৯৬ ব্যাচের পিপিএস অফিসার ছিলেন। ২০০৯ সালে তিনি ED-তে যোগ দেন। ED-তে তাঁর দীর্ঘদিনের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন রাজেশ্বর সিং, যেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য - ২জি স্পেকট্রাম কান্ড, ২০১০ সালের কমনওয়েলথ গেমসে আর্থিক কেলেঙ্কারি। এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, তাঁর ছেলে তথা সাংসদ কার্তি চিদাম্বরম, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোদার বিরুদ্ধে দায়ের হওয়া PMLA মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি।
তবে বিজেপিতে যোগদান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা VRS নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি রাজেশ্বর সিং।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন