উত্তরপ্রদেশের রায়বেরেলি অথবা আমেঠি থেকে লড়তে পারেন গান্ধী পরিবারেরই কোনো সদস্য। সেটা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে যে কেউ হতে পারেন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য এ কে অ্যান্টনি।
বৃহস্পতিবার এক টিভি চ্যানেলে উত্তরপ্রদেশের দুই আসনের প্রার্থী নিয়ে মুখ খোলেন এ কে অ্যান্টনি। তিনি বলেন, গান্ধী পরিবারের কোনও সদস্যই গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাংবাদিকরা রবার্ট বঢরার নাম নিলেও তা খারিজ করে দেন এ কে অ্যান্টনি। পাল্টা বলেন, রাহুল অথবা প্রিয়াঙ্কা যে কেউ একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাশাপাশি নির্বাচন নিয়ে বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'-র ভূমিকা কী হতে চলেছে বা ইন্ডিয়া মঞ্চ আদৌ লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়েও মন্তব্য করেছেন বর্ষীয়ান নেতা। কংগ্রেস নেতা বলেন, ক্রমশ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি আস্থা কমছে জনগণের এবং ইন্ডিয়া মঞ্চের প্রতি আস্থা বাড়ছে। প্রধানমন্ত্রীকে দেখেই সেটা বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আমেঠি থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। তিনি বলেছিলেন, "যদি আমেঠির মানুষ মনে করেন যে তাঁরা ভুল করেছেন, তাঁরা যদি চান গান্ধী পরিবার আবার ফিরে আসুক অথবা আমাকে চায় তাহলে তাঁরা কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন"।
এবারের লোকসভা নির্বাচনে এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি বিজেপির টিকিটে লড়ছেন। কেরালার পাথানামথিট্টা কেন্দ্রের প্রার্থী তিনি। যদিও নিজের ছেলেকে সমর্থন করেননি তিনি। ছেলে হারবে, এমন দাবিও করেছেন তিনি।
কংগ্রেস আমলে এ কে অ্যান্টনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এছাড়া কেরালার তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের কংগ্রেসের জয় নিয়ে তিনি আশাবাদী। শারীরিক কারণের জন্য দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামবেন কিনা তা এখনও ঠিক করেননি এই নেতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন