পাঁচ রাজ্যের - উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর - বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করলো মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তিনরাজ্যে একদফায় নির্বাচন সম্পন্ন হবে। উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায়। মণিপুরে দুই দফায় ভোট হবে। সব রাজ্যে ফল ঘোষণা ১০ মার্চ।
উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে - প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ, সপ্তম তথা শেষ দফা ৭ মার্চ।
পাঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট হবে - ১৪ ফেব্রুয়ারি।
মণিপুরে দুই দফায় ভোট হবে। প্রথম দফা ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফা ৩ মার্চ।
বর্তমানে দেশের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১.৪১ লাখ। এই পরিস্থিতিতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত জনসভা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কমিশনার। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
৩০ হাজারেরও বেশি নতুন বুথ তৈরি করা হয়েছে। ভোটদানের সময়সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে স্যানিটাইজ করতে হবে এবং স্টাফদের ফেস মাস্ক ব্যবহার করতে হবে।
পাঁচ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৮ কোটি ৩০ লক্ষ। তবে টিকার দুটি ডোজই পেয়েছেন মাত্র ৯ কোটি ভোটার, যা নিয়ে আক্ষেপ করেছেন নির্বাচন কমিশনার।
১,৬২০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। ১ লক্ষেরও বেশি বুথে থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। প্রার্থীদের ভার্চুয়াল প্রচারের ওপর জোর দিতে বলা হয়েছে।
প্রার্থীদের জন্য খরচের ঊর্ধ্বসীমা কয়েক লক্ষ টাকা বাড়ানো হয়েছে। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের ঊর্ধ্বসীমা ২৮ লক্ষ থেকে বাড়িয়ে ৪০ লক্ষ করেছে নির্বাচন কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন