Lok Sabha Polls 24: বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের, নির্দেশ বাড়তি নজরদারির

People's Reporter: ছ’টি কেন্দ্র হল – বনগাঁ, কলকাতা উত্তর, মালদা উত্তর ও দক্ষিণ, দাজিলিং এবং আসানসোল। জানা গেছে, গত নির্বাচনে ওই ছ’টি এলাকা থেকে প্রচুর পরিমাণে টাকা ও মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল।
বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা নির্বাচন কমিশনের
বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা নির্বাচন কমিশনেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা করল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রগুলির উপর বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। কেন্দ্র ও রাজ্যের ২২ টি তদন্তকারী সংস্থাকে ওই কেন্দ্রগুলির উপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

বাংলার ওই ছ’টি স্পর্শকাতর কেন্দ্র হল – বনগাঁ, কলকাতা উত্তর, মালদা উত্তর ও দক্ষিণ, দাজিলিং এবং আসানসোল।

কমিশন সূত্রে জানা গেছে, গত নির্বাচনে ওই ছ’টি এলাকা থেকে প্রচুর পরিমাণে টাকা ও মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই কারণে এবার লোকসভা নির্বাচনের আগে বাড়তি নজরদারি রেখেছে কমিশন। ওই কেন্দ্রগুলিকে আর্থিক স্পর্শকাতর হিসাবে ঘোষণা করেছে কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্র ও রাজ্যের ২২ টি তদন্তকারী সংস্থাকে নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। ওই ২২ টি সংস্থার ২২ জন পর্যবেক্ষক রয়েছে, যারা প্রতিদিন রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট খতিয়ে দেখবে কমিশন।

এমনিতেই ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাস্তা জুড়ে বেড়ে যায় নিরাপত্তা। চলে পুলিশের নাকা চেকিং। তবে এবার ওই ছ’য় কেন্দ্রকে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। পশ্চিমবঙ্গেও ভোট হবে সাত দফাতেই। গত ১৬ মার্চ, শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা নির্বাচন কমিশনের
WB: রাজ্যের দুই মন্ত্রী ঘনিষ্ঠ নেতার বাড়িতে ED-CBI পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের! অভিযোগ শাসকদলের
বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা নির্বাচন কমিশনের
CAA: নতুন সরকার গঠনের আগে নাগরিকত্বের আবেদন নয় - সদস্যদের নির্দেশ মতুয়া মহাসংঘের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in