লোকসভা নির্বাচনে এবার প্রচারের ময়দানে বলি তারকা আয়ুষ্মান খুরানা। তবে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, প্রচার করছে নির্বাচন কমিশনের হয়ে তরুণ প্রজন্মকে ভোট দিতে উৎসাহ করতে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশের তরুণ প্রজন্মকে বুথে এসে ভোট দিতে উৎসাহিত করতে আয়ুষ্মান খুরানার সাথে চুক্তি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ভিডিও প্রচার করা হবে। সেই ভিডিওতে তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনী সাড়া ফেলার জন্য এই বলি তারকাকে ব্যবহার করছে কমিশন।
এই নতুন দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, “দেশ গড়ার এই প্রক্রিয়ায় সকলের অংশ নেওয়া এবং ভোট দান করা উচিত। যিনি বিশ্বের কাছে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, সংসদে আমাদের চাহিদা-দাবি-দাওয়া তুলে ধরবেন, তাঁকে বাছাই করার ক্ষমতা এটা। প্রত্যেকটা ভোট মূল্যবান। ভোটদান হল গণতান্ত্রিক দেশে ক্ষমতায়নের প্রতীক।”
আয়ুষ্মান খুরানার এই উদ্যোগের জন্য তাঁর প্রশংসা করেছেন নির্বাচন কমিশনের ভোটার এডুকেশন ডিরেক্টর সন্তোষ আজমেরা। তিনি বলেন, “অনেকেই ভোটের দিনকে ছুটি হিসাবে মনে করেন। ভোট না দেওয়ার জন্য তাদের কাছে শতাধিক বাহানা থাকে। সেখানেই আয়ুষ্মান সুন্দর একটি বার্তা দিয়েছেন এবং ভোট দেওয়ার কারণ তুলে ধরেছেন।”
তিনি আরও বলেন, ”আয়ুষ্মান খুরানার অভিনয় অসাধারণ এবং অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী অভিনেতা। যুব প্রজন্ম তাঁর সঙ্গে অনেক মিল খুঁজে পায়। আয়ুষ্মানের এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যুব প্রজন্মকে ভোটদানে অনুপ্রাণিত করার দায়িত্ব দিয়েছে। এটা গণতান্ত্রিক কাজ এবং ভবিষ্যৎ গঠনের দায়িত্বও।”
উল্লেখ্য, 'দম লাগা কে হাইসা' থেকে শুরু করে 'ড্রিম গার্ল', 'বরেলি কি বরফি', 'আন্ধাধুন'-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন আয়ুষ্মান। এবার তিনি ভোট প্রচারের মুখ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন