কলকাতা দক্ষিণে নতুন জেলা নির্বাচনী আধিকারিক নিয়োগ করল কমিশন। ওই পদে বসতে চলেছেন বিভু গোয়েল। তিনি ২০১২ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। বুধবার সকালেই ওই পদ থেকে সরানো হয়েছিল আইএএস অফিসার রশ্মি কামালকে।
এর পাশাপাশি, উত্তর ২৪ পরগণা জেলা অতিরিক্ত জেলা শাসককে (বসিরহাট) সরিয়েছে কমিশন। ওই পদে ছিলেন আইএএস অফিসার দিব্যা লোঙ্গানাথন।
আগামী ১ জুন সপ্তম দফায় নির্বাচন বসিরহাট ও কলকাতা দক্ষিণে। তার আগে বুধবার কমিশন নোটিশ জারি করে ওই দুজনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, তাঁরা কেউই নির্বাচন সংক্রান্ত দায়িত্বে যুক্ত থাকতে পারবে না।
পাশাপাশি, কমিশন নির্দেশ দিয়েছে, ২২ মে দুপুর ৩ টের মধ্যে ওই দুই পদের জন্য তিনজন করে আইএএসের নাম পাঠাতে হবে। কমিশন তাঁদের মধ্যে দেখে একজনকে ওই পদে নিযুক্ত করবে। তবে হঠাৎ করে ওই দুই আধিকারিককে কেন সরানো হল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকে বিভিন্ন সময় একাধিক আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়েছেন কমিশন। এর আগে, গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। এ ছাড়াও, আরও তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। ওই তিন পুলিশ আধিকারিকই পূর্ব মেদিনীপুর জেলার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন