Lok Sabha Polls 24: বিডিওকে হুমকি! হিরণকে শোকজ কমিশনের, কী প্রতিক্রিয়া ঘাটালের বিজেপি প্রার্থীর?

People's Reporter: মঙ্গলবার ঘাটালের ডেবরায় ভোট প্রচারে যান অভিনেতা। সেখানে মানুষদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন। এরপরই বিডিও অফিসে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে হিরণের বিরুদ্ধে।
হিরণ্ময় চট্টোপাধ্যায়
হিরণ্ময় চট্টোপাধ্যায় ছবি, সংগৃহীত
Published on

ঘাটালে নির্বাচনে প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য। শোকজ করা হল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাঁকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

হিরণের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিডিও অফিসে গিয়ে তিনি হুমকি দিয়েছেন। জানা গেছে, মঙ্গলবার ঘাটালের ডেবরায় ভোট প্রচারে যান অভিনেতা। সেখানকার মানুষদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন। তারপর সন্ধ্যায় বিডিও অফিস যান তিনি। সেখানে গিয়ে বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হিরণ বলছেন, “জেতার পরে কী ভাবে টাইট দিতে হয় দেখে নিবেন। আপনাদের কথা দিলাম, যে ভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে, লাঠি ঝাঁটা নিয়ে পাহারা দিন। এই সব লোককে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিও-দেরকে ঢুকতে দেবেন না। আগামী ২ মাস আটকে রাখুন। জেতবার পরে আমরা সব বুঝে নেব। অবৈধ কাজগুলিতে বিডিও, এসডিওরা প্ররোচনা দিচ্ছে। কারণ তাঁদের দীপক অধিকারীকে ৩০ শতাংশ কাটমানি দিতে হয়।“ (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। গ্রামবাসীদের উদ্দেশ্যে দেওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। হিরণের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অন্যদিকে, কমিশনের শোকজের নোটিশ পেয়ে হিরণ জানান, “তৃণমূল ভয় পেয়ে গেছে। আমি যখন ওই এলাকায় যায়, তখন এলাকার মানুষজন অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ জানান। আমি বিডিওকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান বালি তোলা হয়না।“

তিনি আরও জানান, “সেতু ভেঙ্গে আছে। বাঁশ দিয়ে সেতু বানানো হচ্ছে। এবং যে অস্থায়ী সেতু মাটি দিয়ে বানানো হয়েছিল সেটা পেরোতে গেলে টাকা নেওয়া হয়। সেই টাকা তৃণমূলের সাংসদরা নেয়, এসপি নেয়, কালিঘাটে যায় এবং সেখান থেকে দুবাইতে যায়। বিডিওকে সেটা জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেন। তিনি সব জানেন কিন্তু চাপে পড়ে স্বীকার করেন না। সেই প্রেক্ষিতে আমি বিডিওকে এই কথা বলি।“

হিরণ্ময় চট্টোপাধ্যায়
Lok Sabha Polls 24: ভবানীপুরে পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বাম প্রার্থী সায়রার
হিরণ্ময় চট্টোপাধ্যায়
Nirmala Sitharaman: লোকসভা ভোটে লড়ার প্রস্তাব ফেরালেন নির্মলা সীতারমন, কারণ কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in