Lok Sabha Polls 24: আদর্শ আচরণ বিধি ভঙ্গ, তেলেঙ্গানায় একসাথে ১০৬ সরকারি কর্মীকে বরখাস্ত কমিশনের

People's Reporter: সূত্রের খবর, মেদকের বিআরএস প্রার্থী পি ভেঙ্কটরাম রেড্ডির ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন ওই আধিকারিকরা। সভার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে যথাযথ অনুমতিও নেননি তিনি বলে জানা গেছে।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

তেলেঙ্গানায় ১০৬ জন সরকারি কর্মকর্তাকে একযোগে বরখাস্ত করল নির্বাচন কমিশন। জানা গেছে, ওই ১০৬ জন কর্মকর্তা কমিশনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ভারতীয় রাষ্ট্র সমিতি (বিআরএস) আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, মেদকের বিআরএস প্রার্থী তথা প্রাক্তন আইএএস অফিসার পি ভেঙ্কটরাম রেড্ডির ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন ওই আধিকারিকরা। গত রবিবার নিজের সংসদীয় নির্বাচনী এলাকার সিদ্দিপেট বিধানসভায় এই সভা আয়োজন করেন ভেঙ্কটরাম। এমনকি সভার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে যথাযথ অনুমতিও নেননি তিনি বলে জানা গেছে।

নির্বাচনী প্যানেল অনুসারে, "৭ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকটি সিসিটিভিতে দেখা যায়। এই ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।" এই ‘অননুমোদিত সভা’ করার উদ্দেশ্যে রেড্ডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেক্ষ্য, মেদকের বিজেপি প্রার্থী এম রঘুনন্দন রাও সহকারী রিটার্নিং অফিসার এবং রাজস্ব বিভাগীয় অফিসারের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। তারপরই ওই ১০৬ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন যেসব সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে তাঁদের মধ্যে রয়েছেন কারিগরি সহকারী, প্রকৌশল পরামর্শক, কম্পিউটার অপারেটর, কমিউনিটি সমন্বয়কারী, গ্রাম সংগঠন সহকারী, নিরীক্ষকসহ বিভিন্ন পদের আধিকারিকরা। বরখাস্ত হওয়া আধিকারিকদের একটি বড় অংশ জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা (ডিআরডিএ) কর্মরত।

তেলেঙ্গানায় একটি দফাতেই ভোট হবে, আগামী ১৩ মে। এবং ভোট গণনা আগামী ৪ জুন।

নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: ২২ আসনে প্রার্থী ঘোষণা RJD-র, তালিকায় লালুর দুই মেয়ে ছাড়াও আর কে কে রয়েছেন?
নির্বাচন কমিশন
CPIM: কংগ্রেসের পর CPIM-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আয়কর দফতরের নোটিশ! কমিশনকে কড়া ভাষায় চিঠি ইয়েচুরির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in