১৬ মার্চ, শনিবার ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোষ্ট করে একথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি চার রাজ্যের বিধানসভা ভোটের সময়সূচিও ঘোষণা করা হবে।
শুক্রবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়েছে, শনিবার দুপুর ৩ টেয় প্রকাশিত হবে লোকসভা ভোটের নির্ঘন্ট। পাশাপাশি, কিছু রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্টও ঘোষণা করা হবে। কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকটি সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট করে কোনও রাজ্যের নাম লেখা না হলেও অনুমান করা হচ্ছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হবে।
তবে এইবার লোকসভা নির্বাচনে কত দফার ভোট হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে, সাত দফারও বেশি দফায় এবার নির্বাচন হতে পারে।
অন্যদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই অবসরপ্রাপ্ত আমলা সুখবীর সিংহ সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়। বৃহস্পতিবার এই নিয়োগের জন্য বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। সেই কমিটিতে ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন